Book Name:Faizan e Imam Azam
নাম, বংশ, উপনাম ও উপাধি:
আসুন! এখন ইমাম আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী শ্রবণ করি! তাঁর নাম নুমান, সম্মানিত পিতার নাম সাবিত এবং উপনাম আবু হানীফা (আর উপাধি ইমামে আযম)। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৮০ হিজরী সনে (কুফায়) জন্ম গ্রহণ করেন এবং ৭০ বছর বয়সে (২ শা’বানুল মুয়াযযম) ১৫০ হিজরী সনে ওফাত লাভ করেন। (তারিখে বাগদাদ, ১৩/৩৩১ । নুযহাতুল ক্বারী, ১/২১৯) আর আজও বাগদাদ শরীফের কবরস্থান খিযরানে তাঁর নূরানী মাযার ফয়েয লাভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। (তারিখে বাগদাদ, ১৩/৩২৫) চারজন ইমামই (ইমাম আবু হানীফা, ইমাম শাফেয়ী, ইমাম মালেক ও ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ) বরহক (তথা সত্যের উপর প্রতিষ্ঠিত) এবং এই চারজনেই বিশুদ্ধ আক্বিদার অনুসারীগণ পরস্পর ভাই ভাই। ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চারজন ইমামের মাঝে উচ্চ মর্যাদা সম্পন্ন, এর একটি কারণ হলো: এই চারজনের মধ্যে একমাত্র তিনিই ছিলেন তাবেয়ী। “তাবেয়ী” তাঁদেরকে বলা হয় “যারা ঈমান সহকারে কোন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ ’র সাথে সাক্ষাৎ করেছেন এবং ঈমান সহকারে ইন্তেকাল করেছেন।” (নুযহাতুন নযর ফি তাওদীহি নাহাবাতুল ফিকির, ১১৩ পৃষ্ঠা) ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিভিন্ন রেওয়াতের জন্য কয়েকজন সাহাবায়ে কেরামের عَلَیْہِمُ الرِّضْوَان সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেন এবং অনেক সাহাবায়ে কেরামের عَلَیْہِمُ الرِّضْوَان কাছ থেকে সরাসরি হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র বাণী সমূহও শুনেন। (আল খায়রাতুল হিসান, ৩৩ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد