Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

    سُبْحَانَ الله! হে আশিকানে রাসুল! আপনারা শুনলেন তো! অন্তরকে পবিত্র রাখা, অন্তরে কারও বিদ্বেষ আসতে না দেয়া, কারও প্রতি হিংসা না রাখা, কারও ব্যাপারে অন্তরে ময়লা না রাখা জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল, আর অন্যদিকে চিন্তা করুন যে, অন্তরে বিদ্বেষ পোষনকারী হিংসার সাপ অন্তরে পালনকারী কেমন দুর্ভাগা যে, শবে বরাতেও ক্ষমা মাগফিরাত থেকে বঞ্চিত থাকে এজন্য আমাদের উচিত, আমরা যেন নিজের অন্তর পরিষ্কার করে নিই, যদি কারও ব্যাপারে অন্তরে ময়লা থাকে তখন তা বের করে ফেলুন, কারও প্রতি অসন্তুষ্টি থাকলে তা দূর করে ফেলুন কোনো আত্মীয়ের সাথে অনৈক্য থাকলে, কোনো পার্থিব সমস্যার ভিত্তিতে লড়াই থাকলে, পরস্পর দূরত্ব থাকলে সেটা দূর করে ফেলুন হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে বাতিলের উপর রয়েছে আর ঝগড়া ছেড়ে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের কোনায় ঘর বানাবেন আর যে হকের উপর থাকার পরও ঝগড়া ছেড়ে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের উপর স্তরে ঘর বানাবেন (তিরমীযি, ৩য় খন্ড, ৪০০ পৃষ্ঠা, হাদীস: ২০০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

শবে বরাতের কিছু নফল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, অবশেষে শবে বরাতে পঠিত কিছু নফলের ব্যাপারে শুনি

২০টি মকবুল হজ্ব ও ২০ বছরের রোযার সাওয়াব

    মুসলমানদের চতুর্থ খলিফা আমীরুল মুমিনীন মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: শবে বরাত ছিলো, আমি দেখলাম প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করছিলেন, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ১৪ রাকাত নামায আদায় করলেন, নামায আদায় করার পর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বসে গেলেন আর ১৪ বার সূরা ফাতিহা, ১৪ বার সূরা