Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

তোমাদের কাছে এই রাস্তা দিয়ে জান্নাতি মানুষ আসবে সুতরাং একজন আনসারী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ সেখানে আসলেন তার দাঁড়ি ওযুর পানি দ্বারা সিক্ত ছিলো, বামহাতে জুতা উঠিয়ে রেখে চলে আসছিলো

    পরের দিন আবার নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এখন তোমাদের কাছে এই রাস্তা দিয়ে একজন জান্নাতি মানুষ আসবে ২য় দিনও সাহাবী আসলো, তৃতীয় দিন এমনটি হলো হযরত আব্দুল্লাহ বিন আমর رَضِیَ اللهُ عَنْہُ বলেন এবার আমি আনসারী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ এর ঘরে পৌছলাম আর আবেদন করলাম: আমি আপনার মেহমান হতে চাই, সুতরাং আমি তিন রাত তার কাছে ছিলাম, এরই মাঝে আমি তাকে রাতে কিয়াম (অর্থাৎ অধিক নফল) পড়তে দেখেনি, হ্যাঁ এতটুকু অবশ্যই ছিলো যে, তিনি নিজের বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন যিকরুল্লাহ (আল্লাহর যিকির) করতেন একটি ভালো অভ্যাস তাঁর এই ছিলো যে, তিনি ভালো কথা বলতেন অথবা নিশ্চুপ থাকতেন যখন তিন রাত অতিবাহিত হয়ে গেলো তখন আমি তাকে আসল কথা বললাম: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিনদিন লাগাতার জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর তিনদিনই এই সুসংবাদের অধিকারী আপনি আমি চাই যে, আপনার কাছ থেকে আপনার আমল দেখবো কিন্তু আমিতো আপনার কোনো আমল অধিক দেখেনি সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আমার আমল তো সেটাই, যা আপনি দেখেছেন, তবে আরেকটি আমল হলো, আমি আমার অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে বিদ্বেষ রাখি না আর না কোনো মুসলমানের প্রাপ্ত নিয়ামতের প্রতি হিংসা করি হযরত আব্দুল্লাহ বিন আমর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: হ্যাঁ এটাই সেই বৈশিষ্ট্য, যেটা আপনাকে এই স্থানে পৌছে দিয়েছে (শুয়াবুল ঈমান, ৫ম খন্ড, ২৬৪ পৃষ্ঠা, হাদীস: ৬৬০৫)