Book Name:Hazrat Salman Farsi
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আমার সালাম জানাবেন, এই সালামটিও পৌঁছানো ওয়াজিব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ইসলামের সত্যিকার প্রেমিক, খুবই ধৈর্যশীল, প্রতিটি অবস্থায় অবিচল, অনেক নেককার, জ্ঞানী, অভিজ্ঞ আলিমে দ্বীন, ইসলামের পতাকা উত্তোলনকারী এবং নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিশিষ্ট সাহাবাগণের عَلَیْہِمُ الرِّضْوَان মধ্য হতে একজন। ফারসি (অর্থাৎ ইরান)এ বসবাসকারীর মধ্য হতে সর্বপ্রথম হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ইসলাম কবুল করেন। তাঁর নাম সালমান। ফারস্যের অধিবাসী ছিলেন, এজন্য ফারসি বলা হয়। হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কে সালমানুল খাইর (অর্থাৎ সালমান কল্যাণময়ী) ও বলা হয়। (আসাবা ফি তামিযুস সাহাবা, ৩/১২০)
সত্য অনুসন্ধানের জন্য সফর
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ অনেক দীর্ঘ হায়াত পেয়েছেন, বর্ণনা অনুযায়ী তিনি ২৫০ বছরেরও অধিক বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। বলা হয়ে থাকে হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর হাওয়ারী (অর্থাৎ সাথী)দের সাথে সাক্ষাত করেছেন। (আসাবা ফি তামিযুস সাহাবা, ৩/১২০)
হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ফারস্যের শহর আসফাহানের অধিবাসী ছিলেন, তাঁর বাপদাদারা অগ্নিপূজারী ছিলো, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ও অগ্নিপূজারীদের ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন এবং সেই বিষয়ে পারদর্শি হয়েছেন কিন্তু খুব দ্রুত তিনি তাঁর ভ্রান্ত ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন এবং সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেন, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বছরের পর বছর