Book Name:Hazrat Salman Farsi
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
“সালাম” সবচেয়ে উত্তম উপহার
আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হিজরত করে মদীনায়ে মুনাওরায় তাশরিফ নিলেন তখন সেখানে তিনি মুহাজির (অর্থাৎ হিজরত করে যারা এসেছেন) ও আনসার সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করলেন। এক্ষেত্রে হযরত সালমান ফারসি ও হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُمَا কে পরস্পরের মধ্যে ভাই বানিয়ে দেয়া হলো। এর ভিত্তিতে হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ও হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ পরস্পরের মাঝে অনেক ভালবাসা ও আন্তরিকতা রাখতেন। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ওফাতের (দুনিয়া হতে পর্দা করার) পর হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ সিরিয়ায় চলে গেলেন আর হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ইরাকের প্রসিদ্ধ শহর মাদায়িনে চলে গেলেন। (আসাদুল গাবা, ২/৫১৪)
কোন এক সময়ের ঘটনা একবার হযরত আশআছ বিন কাইস ও হযরত জারীর বিন আব্দুল্লাহ বাজলী رَضِیَ اللهُ عَنْہُمَا সিরিয়া হতে ইরাক আসলেন, তাঁরা উভয়ে হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কে (আগে কখনো) দেখেননি, জিজ্ঞাসা করতে করতে হযরত