Book Name:Hazrat Salman Farsi
আল্লাহ পাকের ৪জন প্রিয় বান্দা
হযরত আবু বুরায়দা رَضِیَ اللهُ عَنْہُ তাঁর পিতা থেকে বর্ণনা করেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক আমাকে ৪জন লোককে ভালবাসার নির্দেশ দিয়েছেন আর আমাকে সংবাদ দিয়েছেন যে, আল্লাহ পাকও ঐ ৪জন ব্যক্তিত্বকে ভালবাসেন। সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ঐ ৪জন কারা? বললেন: আলী, সালমান, আবু যর ও মিকদাদ (رَضِیَ اللهُ عَنْہُمْ)।
(ইবনে মাজাহ, ৩৭ পৃষ্ঠা, হাদীস: ১৪৯)
জান্নাত ৪জন সাহাবার প্রত্যাশী
এক বর্ণনায় রয়েছে: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জান্নাত (১) আলী বিন আবু তালিব (২) আম্মার বিন ইয়াসির (৩) সালমান ফারসি ও (৪) মিকদাদ বিন আসওয়াদ (رَضِیَ اللهُ عَنْہُمْ) গণকে পেতে চায়। (মু’জামুল কবীর, ৬/২১৫, হাদীস: ৬০৪৫)
জ্ঞানের অন্তহীন এক সমুদ্র
হযরত যাযান কিন্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন আমরা মুসমলানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে উপস্থিত ছিলাম, হযরত আলীউল মুরতাদা শে’রে খোদা رَضِیَ اللهُ عَنْہُ হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর উত্তম আলোচনা করতে গিয়ে বললেন: সালমান ফারসির মতো তোমাদের মধ্যে কে হতে পারবে? সে তো আহলে বাইতের একজন, সে পূর্ববর্তী ও পরবর্তীর জ্ঞান অর্জন করেছে, হযরত সালমান ফারসি প্রথম কিতাব (অর্থাৎ ইঞ্জিল বা তাওরাত) এরও আলিম ছিলো এবং শেষ কিতাব (অর্থাৎ কুরআনে করীম) এরও আলিম ছিলো বরং সালমান তো জ্ঞানের অন্তহীন সমুদ্র ছিলো। (মু’জামুল কবীর, ৬/২১৩, হাদীস: ৬০৪২)