Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

যেহেতু একদিন মৃত্যু হবেই তো...

    একবার হযরত পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপস্থিত ছিলেন, এক জ্যোতিষি আসলো আর আসতে না আসতেই প্রশংসা করে বলল: হুযুরের (অর্থাৎ ভাগ্য) অনেক ভালো আর তারকা সুউচ্চে

    এই কথাটি নিজ প্রসিদ্ধির মধ্যে নিক্ষেপকারী ছিলো, উদাহরণ স্বরূপ আমাদেরকে কেউ এসে এই ধরনের বলা শুরু করল যে, আমাদের প্রশংসার সেতু তৈরী করে তখন আমরা তাতে ফুলে যাবো এবং নিজের প্রসিদ্ধি কামনার বিপদে পতিত হয়ে যাবো কিন্তু আল্লাহ পাকের নেককার বান্দাদের ধরন ভিন্ন, এরা শয়তানের ফাঁদের ব্যাপারে খুবই অবগত থাকেন, পীর মেহের আলী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জ্যোতিষির কথা শুনে খুবই সরলভাবে বললেন: শেষ পর্যন্ত কি মৃত্যু হবে না? (সে) বলল: জনাব! মৃত্যুর হাত থেকে তো কেউ রক্ষা পাবে না পীর মেহের আলী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আমাদের শরীয়াত এজন্য তারকা সম্পকির্ত নির্দেশনাকে অহেতুক বলে আখ্যায়িত করেছে, যখন শেষে মৃত্যুই আসবে তখন আনন্দ পেরেশান তো সমান (মেহের মনীর, ৪২৭ পৃষ্ঠা)

       سُبْحٰنَ الله! আল্লাহ পাক আমাদেরকেও এধরনের পরকালিন চিন্তাভাবনা করার তাওফিক দান করুন হায়! যদি আমরাও নিজের সুখ্যাতির কামনা করা থেকে বেঁচে থাকতাম, কবর আলোকিত করার চিন্তা করতাম আর ব্যস বিনয়ী হয়ে থাকতাম اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

() সালাম দেয়া পাঠানোর অভ্যাস গড়ুন

    হে আশিকানে রাসূল! খুবই গুরুত্বপূর্ণ একটি মাদানী ফুল যেটা হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর ঘটনা থেকে শিখতে পারলাম তথা সালাম হলো উত্তম উপহার, বরকতময় ও পবিত্র