Book Name:Hazrat Salman Farsi
ভালবাসা থাকে। হায়! যদি সাহাবা ও আহলে বাইতের رَضِیَ اللهُ عَنْہُمْ ভালবাসার সদকায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা নসীব হয়ে যেতো। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ওলামাগণের সাথে যোগাযোগ বিভাগ
শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সুন্নী ওলামাগণের প্রতি ভালবাসার প্রতিফলন হিসেবে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর একটি বিভাগ তথা “ওলামাগণের সাথে যোগাযোগ বিভাগ” গঠন করেছেন। যাতে সেটার মাধ্যমে সুন্নী ওলামায়ে কেরাম (মসজিদের ইমাম সাহেবগণ, খতিব, শিক্ষকগণ) দেরকে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি খিদমতের কার্যাদির ব্যাপারে অবগত করা যায়, তাঁদের সাথে সম্পর্ক স্থাপন করে তাঁদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করা যায় এবং তাদের মাধ্যমে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজের মধ্যে সহযোগিতা নেয়া যায়। তাঁদের দোয়া নেয়া যায় এবং সুন্নী মাদরাসা ও জামেয়া সমূহে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজের ব্যবস্থা করা যায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘরে মাদানী পরিবেশ সৃষ্টি করার মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ঘরে মাদানী পরিবেশ সৃষ্টি করার জন্য মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী শ্রবণ করুন: (১) ইরশাদ করেন: নিজেদের ঘরসমূহকে কবরস্থান বানিও না, নিশ্চয় যেই ঘরে (সূরা) বাকারা পাঠ করা হয় শয়তান ঐ ঘর