Book Name:Hazrat Salman Farsi
লাগল: সেটাতে উল্টো লেখা দৃষ্টিগোছর হয়ে থাকে। বললেন: তুমি কি জানো সেটা কিভাবে সোজা হয়? উত্তর দিলো: যখন স্টাম্প (Stamp) কাগজের উপর লাগে তখন শব্দাবলি সোজা হয়ে যায়। বললেন: যেমনিভাবে স্টাম্প (Stamp) নিজের কপালের কাগজের উপর লাগানোর কারণে উল্টো শব্দাবলি ঠিক হয়ে যায়, তেমনিভাবে তুমিও অযু করে মসজিদে চলে যাও আর তোমার খালিক ও মালিক আল্লাহ পাকের নিকট সিজদা করো, اِنْ شَآءَالله তোমার উল্টো কাজও ঠিক হয়ে যাবে।
আল্লাহ পাক আমাদেরকে ফরয নামাযের পাশাপাশি খুব বেশি বেশি নফল নামায পড়ার ও অধিকহারে সিজদা করার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাওলা আলী শে’রে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর উত্তম আলোচনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! ১৩ই রজব মুসলমানদের চতুর্থ খলিফা আমীরুল মু’মিনিন হযরত মাওলা আলী শে’রে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর শুভ জন্মদিন, এই প্রসঙ্গে আসুন সংক্ষিপ্ত মাওলা আলী শে’রে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর আলোচনা করার সৌভাগ্য অর্জন করি।
মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
* আমীরুল মু’মিনিন মাওলা আলী মুশকিল কোশা رَضِیَ اللهُ عَنْہُ ১৩ই রজব মক্কায়ে মুকাররমায় জন্মগ্রহণ করেন * তাঁর আম্মাজান তাঁর নাম রাখেন হায়দার আর পিতা রেখেছেন আলী * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে اَسَدُ الله উপাধি দ্বারা ধন্য করেন * এছাড়াও مُرتضیٰ (অর্থাৎ নির্বাচিত) کَرَّار (অর্থাৎ দফায় দফায় (শত্রুদের) আত্রুমণকারী), শে’রে খোদা ও মুশকিল কোশা হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রসিদ্ধ উপাধি * হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ