Book Name:Hazrat Salman Farsi
নেক আমল নাম্বার ১৪ এর প্রতি উৎসাহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাহাবায়ে কেরামগণের জীবনীর ঘটনা শোনা শুনানোর উদ্দেশ্য হলো: আমরা যেন তাঁদেরকে ভালবাসি, তাঁদেরকে নিজেদের অনুসরণীয় আদর্শ বানায় এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করার চেষ্টা করি। এর জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অংশগ্রহণ করুন, দা’ওয়াতে ইসলামীর ১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি দ্বীনি কাজ হলো “নেক আমল” পূস্তিকা পূরণ (Fill) করা। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দেয়া “৭২টি নেক আমল” এর মধ্যে হতে নেক আমল নাম্বার ১৪ হলো: আপনি কি আজ (ঘরে বা বাইরে) কারো উপর রাগ আসা অবস্থায় চুপ থেকে রাগের চিকিৎসা করেছেন নাকি কিছু বলা শুরু করেছেন? প্রিয় ইসলামী ভাইয়েরা! একইভাবে আরও অনেক নেক আমল প্রশ্নত্তোর আকারে এই পূস্তিকার মধ্যে সাজানো রয়েছে যেগুলোর উপর আমল করে আমরা নেকী সম্পাদনকারী ও গুনাহ থেকে বেঁচে থাকতে সফল হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক। اٰمِين
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
একটি সিজদার গুরুত্ব
হযরত আবু বাখতারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর একটি কন্যা ছিলো, তিনি তাকে বললেন: নামায আদায় করো। কন্যা অস্বীকার করল অতঃপর বললেন: হে কন্যা! একটা সিজদা হলেও করে নাও! সে একটি সিজদা করতেও অস্বীকার করল। কেউ আরয করল: হে আবু আব্দুল্লাহ! একটি সিজদা করার দ্বারা তার কি উপকার হতো? বললেন: যদি সে