Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

() প্রকৃত মর্যাদা তো সেটাই, যেটা জান্নাতে পৌঁছিয়ে দিবে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর হৃদয়গ্রাহী শিক্ষনীয় ঘটনা আমরা শুনলাম, এতে একটু মনোযোগ দিন! যখন হযরত আশআছ বিন কাইস হযরত জারীর বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُمَا হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কে জিজ্ঞাসা করলেন: আপনি কি রাসূলের সাহাবি? হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ নিশ্চিত সাহাবিয়ে রাসূল হওয়া সত্বেও তিনি পরকালীন বিষয় সম্বলিত উত্তর দিলেন: প্রকৃত অর্থে সাহাবিয়ে রাসূল তো সেই, যে জান্নাতে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে থাকবে, সুতরাং আমার তো জানা নেই যে, আমি সাহাবিয়ে রাসূল নাকি নয়

    سُبْحٰنَ الله! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর আখিরাতের চিন্তাভাবনা দেখুন! এসব সম্মানীত ব্যক্তিগণ কিভাবে নিজেদের বৈশিষ্ট্যগুলোকে বিনয়ির চাদর দ্বারা আবৃত রাখতেন, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের অধিকারি হওয়ার পরেও নিজ প্রসিদ্ধি কামনার স্বীকার হওয়াটা মূলত তাঁদের অভিধানে (Dictionary) ছিল না এটা থেকে আমরা এই শিক্ষা পায় যে, আসল মর্যাদা, আসল গুণাবলী হলো সেটাই, যা কিয়ামতের দিন (বান্দাকে) জান্নাতে পৌঁছিয়ে দিবে, অন্যতায় বান্দার কাছে হাজারোও গুণাবলী থাকুক না কেন, লোক ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ভালো চাকরিও পেয়ে গেলো, অনেক বড় পদবী অর্জিত হলো, হাজারো মর্যাদা যদি অর্জন করে নেয় কিন্তু যদি এই বৈশিষ্ট্য, উপাধিসমূহ জান্নাতে যাওয়ার মাধ্যম না হয়, তাহলে এসব গুণাবলী মূলত গুণাবলী নয় বরং ত্রুটি