Book Name:Hazrat Salman Farsi
আমানত আদায় করো। (তাঁরা) বললেন: হুযুর! এগুলো আমাদের জিনিসপত্র, আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন, আসলেই হযরত আবু দারদা رَضِیَ
اللهُ عَنْہُ আপনার জন্য কোন উপহার পাঠাননি। বললেন: তোমাদের সম্পদ আমার প্রয়োজন নেই, আমার তো সেটাই প্রয়োজন, যা আমার ভাই পাঠিয়েছে। এখন তো তাঁরা শপথই করে বসলো, বললেন: আল্লাহ পাকের শপথ, হযরত আবু দারদা رَضِیَ
اللهُ عَنْہُ কোন উপহার দেননি। যখন আমরা সেখান থেকে আসতে লাগলাম তখন তিনি শুধুমাত্র এইটুকুই বলেছিলেন যে ইরাকের মধ্যে এমন একজন সাহাবিয়ে রাসূল থাকেন যখন সে নবীয়ে পাক صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে একা থাকতো তখন নবীয়ে আকরাম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অন্য কাউকে প্রয়োজন হতো না, যখন তোমরা তাঁর সাক্ষাত পাবে তখন তাঁকে আমার সালাম বলিও।
হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: এটাই তো ঐ উপহার যেটা আমি চাচ্ছিলাম, সালামের চেয়ে শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে? সালাম হলো বরকতময় ও পবিত্রতম। (মু’জামুল কবীর, ৬/২১৯, হাদীস: ৬০৫৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘটনা হতে অর্জিত শিক্ষনীয় বিষয়
(১) সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين
পরস্পরের মাঝে ভালবাসা
হে আশিকানে রাসূল! গভীরভাবে চিন্তা করুন! সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين পরস্পরের মধ্যে কি রকম গভীর ভালোবাসা ছিলো, এই সম্মানীত লোকেরা যখন পরস্পরের মধ্যে বসতেন তখন তাঁদের ভালবাসার ধরনটাই ছিলো অন্যরকম, এই ছাড়াও যখন তারা বাহ্যিকভাবে শারীরিকভাবে দূরে থাকতেন, তখনও তারা একে অপরের প্রতি অত্যন্ত ভালবাসা পোষণ