Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

ভালবাসায় পরিপূর্ণ ইসলামী তীর

    হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার তাঁর ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন: পুত্র! যখনই কোন গোত্রের পাশ দিয়ে অতিত্রুম করো তখন তাদেরকে ইসলামী তীর নিক্ষেপ করো

    এই ইসলামী তীর কি? হযরত আউফ বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এর দ্বারা উদ্দেশ্য হলো সালাম (যুহদ লি ইবনে মোবারক, ৩৩২ পৃষ্ঠা, হাদীস: ৯৫০) অর্থাৎ যখন সালাম দিবে তখন তোমাদের সালাম ভালবাসাপূর্ণ তীর হয়ে সম্মুখস্থ ব্যক্তির অন্তরে গিয়ে লাগবে ভালবাসা বৃদ্ধি পাবে

    অর্থাৎ পুত্র! লোকদেরকে সালাম দাও কেননা তোমার মুখ থেকে বের হওয়া সালামের শব্দাবলি প্রভাবসম্পন্ন তীর হয়ে সম্মুখস্থ ব্যক্তির অন্তরে গিয়ে লাগবে ভালাবাসা বৃদ্ধি পাবে

    আল্লাহ পাক আমাদেরকে সালামের ব্যাপক প্রচলন করার পরস্পরের মধ্যে ভালবাসা বন্টন করার তাওফিক দান করুন

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

তাহলে তুমি আমানতের খিয়ানত করতে...

    হযরত আবু কলাবা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, একবার এক ব্যক্তি হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে উপস্থিত হলো, ঐসময় হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ময়দা মাখছিলেন, ব্যক্তি অবাক হয়ে বলল: জনাব! এই কি? (অর্থাৎ আপনি নিজেই ময়দা মাখছেন?) বললেন: আমি খাদিমকে একটি কাজে পাঠিয়েছি, আমার এটি পছন্দ হয়নি যে, তার উপর দুইটি কাজ চাপিয়ে দিবো

    سُبْحٰنَ الله! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর নিজের খাদিমদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণের প্রতি শতকোটি মারহাবা! ময়দা