Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

উপার্জন দ্বারা আহার করাকে পছন্দ করি (আল্লাহ ওয়ালো কি বাতে, /৩৭২)

    হযরত হাসান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ৩০ হাজার মুসলমানের শাসক ছিলেন এবং তাঁর সম্মানি হাজার দিরহাম ছিলো তারপরও তাঁর দুনিয়ার প্রতি বিমুখতার এই অবস্থা ছিলো যে, তাঁর কাছে মাত্র একটি চাদরই ছিলো, সেটা গায়ে দিয়ে তিনি লোকদের খুতবা দিতেন এবং ঘুমানোর সময় চাদরই অর্ধেক উপরে আর অর্ধেক নিচে বিছিয়ে দিতেন যখন তাঁর সম্মানি আসতো তখন তিনি তা মুসলমানদের মাঝে বন্টন করে দিতেন এবং স্বয়ং নিজের হাতে খেজুর পাতার ঝুড়ি বানিয়ে দিন অতিবাহিত করতেন (যুহদ ইমাম আহমদ বিন হাম্বল, ১৭৩ পৃষ্ঠা, হাদীস: ৮১৫)

    سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! মনোযোগ দিন! কি সুন্দর ধরন! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ৩০ হাজার মুসলমানদের শাসক, স্পষ্টত অনেক ব্যস্ততা থাকতো, তারপরও নিজের হাত দ্বারা উপার্জন করতেন এবং দিন অতিবাহিত করতেন আর কতো চমৎকার বিষয়: নিজের হাজার দিরহাম সম্মানি অন্যদের জন্য ব্যয় করে দিতেন سُبْحٰنَ الله! سُبْحٰنَ الله!

    আল্লাহ পাক আমাদেরকেও অন্যের খিদমত করার, মুসলমানদের কল্যাণকামী হওয়ার তাওফিক দান করুন হায় যদি! নিজের পরিশ্রম করা উপার্জন আহার করার অভ্যস্ত হয়ে যেতাম

অযখা ভিক্ষার বিপদ

    দূর্ভাগ্যবশত আজকাল সমাজে অযথা চাওয়ার বিপদ বেড়েই যাচ্ছে, কিছু অলস যুবক অলসতা করে থাকে, পরিশ্রম করতে চায়না, অযথা অপদস্ত হয় ও মানুষের সামনে হাত পেতে থাকে। মনে রাখবেন! পেশা হিসেবে ভিক্ষা করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, যে (ব্যক্তি) শরীয়াতের বিনা