Book Name:Hazrat Salman Farsi
অনুমতিতে ভিক্ষা করে, সে নিজের জন্য জাহান্নামের আগুণ তালাশ করে আর এভাবে যতো বেশি টাকাই অর্জন করুক না কেন ততো বেশি আগুণের উপযুক্ত হবে। * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন যে ব্যক্তি অপ্রয়োজনে ভিক্ষা করে, মূলত সে আগুণের স্ফুলিঙ্গ ভক্ষণ করে থাকে। (মু’জামুল কবীর, ২/৪০০, হাদীস: ৩৪২৬) * এক হাদীসে পাকে রয়েছে: যে সম্পদ বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে, সে আগুণের স্ফুলিঙ্গের ভিক্ষা করে থাকে, কম ভিক্ষা করুক বা বেশি (মুসলিম, পৃষ্ঠা ৩৭২, হাদীস: ১০৪১) শুয়াবুল ঈমানে রয়েছে: যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করে, অথচ তার দারিদ্রতা নেই এবং এমন সন্তান সন্ততি নেই যাদের (ভরণ পোষণের) সামর্থ্য রাখে না, সে কিয়ামতের দিন এভাবে আসবে তার চেহারায় মাংস থাকবে না। (শুয়াবুল ঈমান, ৩/২৭৪, হাদীস: ৩৫২৬) * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: দুনিয়া হলো সুমিষ্ট ও সবুজ শ্যামল স্থান, যে এটা থেকে হালাল পন্থায় উপার্জন করল আর সেটা সেটার হকের মধ্যে ব্যয় করল তখন আল্লাহ পাক তাকে সাওয়াব দান করবেন এবং তার জান্নাতে প্রবেশ করাবেন। (শুয়াবুল ঈমান, ৪/৩৯৬, হাদীস: ৫৫২৭)
আল্লাহ পাক আমাদের সবাইকে অযথা ভিক্ষা করা থেকে হেফাযত করুন এবং সর্বদা নিজের পরিশ্রমের উপার্জন থেকে আহার করার তাওফিক দান করুন। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শেষ মূহুর্তে কান্না করার কারণ
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবিয়ে রাসূল হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ মাদায়িনের গভর্ণর ছিলেন, তারপরও তিনি সাদাসিধে জীবন যাপন করতেন, তিনি কখনো নিজের জন্য দুনিয়াবী সম্পদ জমা করেননি। বর্ণনার মধ্যে রয়েছে: হযরত