Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

ব্যাকুল হয়ে গেলো, বছর ধরে যেই মুনিবের জন্য অপেক্ষায় রইলেন, যার দিদারের জন্য বার বার বেচাকেনা হয়েছেন, মাইলের পর মাইল সফর করেছেন, মুনিব মাওলা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরিফ আনছেন

    الله! الله! মন ব্যাকুল, আর ধৈয্যধারন করাটা অনেক কষ্টকর, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ গুণে গুণে সময় অতিবাহিত করছেন অবশেষে সেই মূহুর্তটি চলে আসলো, মনের প্রশান্তি সুলতানে কওনাইন রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মদীনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, মদীনায়ে পাকের অলি গলিতে ঈদের ন্যায় খুশি উদযাপন, চারিদিকে নুর আর নুর, খুশি আর খুশি, সুযোগ পেয়ে হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ খিদমতে হাজির হয়ে গেলেন, ইবাদত পরায়ন যেসব নিদর্শন বলেছিলো ঐসব (মিলিয়ে) দেখলেন, সকল নিদর্শন হুবহু ছিলো, সুতরাং তিনি কলেমা পাঠ করে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গোলামী কবুল করে নিলেন

(তাবকাতে ইবনে সা, /৫৮)

    হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এরপর থেকে শেষ পর্যন্ত নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে নিয়োজিত থাকেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর শাসনামলে তাঁকে মাদায়িনে গভর্নর নিযুক্ত করেন

ওফাত

    হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ১০ই রজবুল মুরাজ্জব ৩৩ বা ৩৬ হিজরিতে এই দুনিয়া থেকে বিদায় নেন, তাঁর মাযার মোবারক ইরাকের শহর মাদায়িনে অবস্থিত (তারিখে ইবনে আসাকির, ২১/৩৭৬) তাঁর দিকেই সম্পৃক্ত করেই মাদায়িনকে সালমান পাক বলা হয়ে থাকে