Book Name:Hazrat Salman Farsi
হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ আহলে বাইতের অন্তর্ভূক্ত
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর মর্যাদা ও বিশেষত্বের মধ্য হতে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা ও বিশেষত্ব এটাও যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কে পবিত্র আহলে বাইতের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন, যেমন
হাদীসে পাকে রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: : سَلْمَانُ مِنَّا اَہْلَ الْبَیْتِ সালমান আমার আহলে বাইতের অন্তর্ভূক্ত, فَاتَّخِذْہُ صَاحِبًا সুতরাং তাকে নিজের সঙ্গী বানিয়ে নাও।
(মসনদে বাযার, ১৩/১৩৯, হাদীস: ৬৫৩৪)
মীর আব্দুল ওয়াহিদ বালগ্রামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: আহলে বাইত তিন প্রকার: (১) আসল আহলে বাইত (২) দাখিল আহলে বাইত (৩) লাহিক আহলে বাইত। আসল আহলে বাইত ১৩ জন: ৯ জন পবিত্র বিবি ও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৪জন শাহজাদী رَضِیَ اللهُ عَنْہُنَّ। দাখিল আহলে বাইত ৩ জন: হযরত আলীউল মুরতাদা, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمْ এবং লাহিক আহলে বাইত হলো ঐসব লোক, যাদেরকে আল্লাহ পাক অপবিত্র ও গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র করে দিয়েছেন এবং তাদেরকে পরিপূর্ণ তাকওয়া ও পবিত্রতা দান করেছেন। যেমন হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ তিনি সৈয়দ নন কিন্তু অপবিত্রতা থেকে পবিত্রতার কারণে আহলে বাইতের সাথে লাহিক (অর্থাৎ মিলিত) হয়েছে। (সাবয়ে সানাবিল মুতারজিম, ৯৪ পৃষ্ঠা)
নিজের হাতের উপাজর্নের খাবার খেতে পছন্দ করতেন
হযরত আবু ওসমান নাহদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতে বর্ণিত, সাহাবিয়ে রাসূল হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি আমার হাতের