Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

একটি সিজদাই করে নিতো তাহলে তার পাঁচ ওয়াক্ত নামাযের তাওফিক মিলে যেতো (আল্লাহ ওয়ালো কি বাতে, /৩৮২)

সিজদার ফযীলতের উপর ৩টি হাদীসে পাক

    سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের নিকট সিজদা করার তাওফিক মিলে যাওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: বান্দা সিজদা অবস্থায় তাঁর প্রতিপালকের খুবই নিকটবর্তী হয়ে থাকে, এজন্য তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো! (মুসলিম, ১৯৮ পৃষ্ঠা, হাদীস: ১০৮৩) * মুসলিম শরীফের হাদীসে পাকে রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: অধিকহারে সিজদা করো কেননা তোমরা যখনই আল্লাহ পাকের জন্য সিজদা করবে, আল্লাহ পাক তোমাদের একটি মর্যাদা বৃদ্ধি করবে এবং সেটার বিনিময়ে তোমাদের একটি গুনাহ ক্ষমা করে দিবেন (মুসলিম, ১৯৯ পৃষ্ঠা, হাদীস: ১০৯৩) * হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সিজদার চিহৃ ব্যতীত মানুষের পুরো শরীরকে আগুণ জ্বালিয়ে দিবে, আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করেছেন সে যেন সিজদার চিহৃকে না জ্বালায় (মুসলিম, ৯৬ পৃষ্ঠা, হাদীস: ৪৫১)

স্টাম্পের লিখন

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর অন্যতম কিতাব ফয়যানে নামায” ২৫৮ পৃষ্ঠায় লিখেন: কেউ একজন নেককার বান্দার নিকট নিজের পেরেশানীর কথা কান্না করে করে বলল: যেই কাজই করিনা না কেন সেটা উল্টো হয়ে যায়, কি করবো! ঐ নেককার বান্দা জিজ্ঞাসা করলেন: স্টাম্প (Stamp) দেখেছেন? বলল: দেখেছি। জিজ্ঞাসা করলেন: তুমি সেই স্টাম্প (Stamp) এর উপর লিখাগুলো কিরকম দেখো? বলতে