Book Name:Hazrat Salman Farsi
দিনরাত শুধু টাকা, টাকা করে থাকি। হায় যদি! আমাদের দুনিয়ার প্রতি বিমুখতার সৌভাগ্য হয়ে যেতো, হায়! যদি পরকালীন চিন্তাভাবনা সৌভাগ্য হতো এবং আমরা দুনিয়াবী সকল বিষয়কে সজ্জিত করার জন্য ধারে ধারে যাওয়ার পরিবর্তে ভরসা করতাম, কৃতজ্ঞ জ্ঞাপনকারী হতাম এবং আখিরাত সজ্জিত করার চিন্তা করতাম।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাওয়াক্কুল (ভরসা) কতো উওম আমল
হযরত মুগিরা বিন আব্দুর রহমান رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ হতে বর্ণিত, হযরত সালমান ফারসি رَضِیَ
اللهُ عَنْہُ একবার হযরত আব্দুল্লাহ বিন সালাম رَضِیَ
اللهُ عَنْہُ কে বললেন: যদি তুমি আমার পূর্বে ইন্তিকাল করো তাহলে সম্মুখিন হওয়া অবস্থার ব্যাপারে আমাকে অবগত করবে আর যদি আমি মারা যায় তাহলে আমি তোমাকে অবগত করবো। সুতরাং হযরত সালমান ফারসি رَضِیَ
اللهُ عَنْہُ এর ইন্তিকাল আগে হয়ে গেলো। একবার হযরত আব্দুল্লাহ বিন সালাম
رَضِیَ اللهُ عَنْہُ হযরত সালমান ফারসি رَضِیَ
اللهُ عَنْہُ কে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন: হে আবু আব্দুল্লাহ! কেমন আছেন? বললেন: আমি ভালো আছি। হযরত আব্দুল্লাহ বিন সালাম رَضِیَ
اللهُ عَنْہُ জিজ্ঞাসা করলেন: আপনি কোন আমলটি উত্তম হিসেবে পেয়েছেন? বললেন: আমি আল্লাহর উপর ভরসা করাকে অনেক উত্তম হিসেবে পেয়েছি। এক বর্ণনায় রয়েছে: হযরত সালমান ফারসি رَضِیَ
اللهُ عَنْہُ বললেন: তুমি তায়াক্কুল (ভরসা) করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, এটা কতো উত্তম আমল। (তাবকাত ইবনে সা’দ, ৪/৭০)
আল্লাহ পাক আমাদেরকেও তায়াক্কুল (অর্থাৎ আল্লাহ পাকের উপর ভরসা করার) তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم