Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

ইখলাস (قُلْ ھُوَاللّٰہُ اَحَد) ১৪ বার সূরা ফলক (قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَق) ১৪ বার সুরা নাস (قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاس) আর একবার আয়াতুল কুরসী পড়লেন আর অবশেষে এই আয়াতে করীমার তিলাওয়াত করলেন:

لَقَدۡ جَآءَکُمۡ رَسُوۡلٌ مِّنۡ اَنۡفُسِکُمۡ عَزِیۡزٌ عَلَیۡہِ مَا عَنِتُّمۡ حَرِیۡصٌ عَلَیۡکُمۡ بِالۡمُؤۡمِنِیۡنَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ (۱۲۸)

(পারা ১১, সূরা তাওবা আয়াত ১২৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় তোমাদের নিকট তাশরীফ আনয়ন করেছেন তোমাদের মধ্যে থেকে রাসূল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যান অতিমাত্রায় কামনাকারি, মুসলমানদের উপর পূর্ন দয়াদ্র, দয়ালু

    মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবসর হলেন তখন আমি ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ইরশাদ করলেন: হে আলী! যে এভাবে আমল করবে যা তুমি দেখেছো তখন তার জন্য ২০টি মকবুল হজ্জ্বের সাওয়াব ২০বছর মকবুল রোযার সাওয়াব লিখে দেয়া হবে

শবে বরাতের ১০০ রাকাত নফল নামাযের  বরকত

    আল্লামা আহমাদ সাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইরশাদ করেন, যে কেউ শবে বরাতে ১০০ রাকাত নফল আদায় করে আল্লাহ পাক তার কাছে ১০০ ফেরেশতা পাঠাবেন, ৩০ জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবে, ৩০ জন ফেরেশতা তাকে আযাব থেকে বাঁচাবে, ৩০ জন ফেরেশতা তাকে দুনিয়ার বিপদ দূর করবে আর বাকি ১০ জন ফেরেশতা তাকে আযাব থেকে বাঁচাবে, ৩০ জন ফেরেশতা তাকে দুনিয়ার বিপদ দূর করবে আর বাকি১০ জন ফেরেশতা তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবে

(হাশিয়াতুত সাভী আলাল জালালাইন, পারা ২৫ দুখান, আয়াত , ৩য় খন্ড , ২৫৬ পৃষ্ঠা)

 

    আল্লামা যিয়াউদ্দীন দিরীনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই ১০০ রাকাত নফলের ব্যাপারে বলেন আল্লাহ পাকের নেক বান্দাগণ শবে বরাতে ১০০ রাকাত নামায এভাবে আদায় করতেন: প্রত্যেক