Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে পৌঁছলেন, সময় হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ছোট একটি তাবুতে ছিলেন, হযরত আশআছ বিন কাইস হযরত জারীর বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُمَا সালাম দিলেন, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ উত্তর দিলেন, এখন তাঁরা উভয়ে জিজ্ঞাসা করলেন: আপনিই কি সালমান ফারসি? বললেন: হ্যাঁ! আমি সালমান বললেন: সালমান যে সাহাবিয়ে রাসূল? হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: এটা তো আমি জানিনা যে আমি সাহাবিয়ে রাসূল নাকি নয় এটা শুনে হযরত আশআছ হযরত জারীর رَضِیَ اللهُ عَنْہُمَا একটু সন্দেহে পড়ে গেলেন আর একে অপরকে বলতে লাগলেন: হয়তো আমরা যার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি, তিনি সেই ব্যক্তি নন হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তোমরা যার সাথে সাক্ষাৎ করতে চাও, আমিই সেই (ব্যক্তি) আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাক্ষাত পেয়েছি এবং তাঁর বরকতময় সংস্পর্শও অর্জিত হয়েছে কিন্তু (সত্যিকার্থে) সাহাবি তো সেই, যে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে জান্নাতে প্রবেশ করবে

    এরপর হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ জিজ্ঞাসা করলেন: তোমরা দুইজন কিভাবে আসলে? বললেন: আমরা সিরিয়া হতে আপনার ভাই হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ এর কাছ থেকে এসেছি। ব্যস এতোটুকুই শুনেছিলো মাত্র হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ তৎক্ষণাৎ বললেন: এসো আর তিনি আমার জন্য যে উপহার দিয়েছেন সেটা দিয়ে দাও...! এটা শুনে হযরত আশআছ বিন কাইস ও হযরত জারীর বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُمَا হতবাক হয়ে গেলেন আর বললেন: জনাব! তিনি আপনার জন্য কোন উপহার পাঠাননি। বললেন: যারাই তাঁর কাছ থেকে আসে তিনি কোন না কোন উপহার পাঠান, সুতরাং আল্লাহ পাককে ভয় করো এবং