Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

করতেন, একে অপরকে দোয়ার মধ্যে স্মরণ করতেন এবং একে অপরের জন্য সালাম পাঠাতেন সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين শান বর্ণনা করতে গিয়ে তাঁদের প্রিয় আল্লাহ পাক ইরশাদ করেন:

مُحَمَّدٌ  رَّسُوۡلُ اللّٰہِ ؕ   وَ الَّذِیۡنَ مَعَہٗۤ اَشِدَّآءُ  عَلَی الۡکُفَّارِ  رُحَمَآءُ  بَیۡنَہُمۡ

(পারা ২৬, সূরা ফাতাহ, আয়াত: ২৯)

কানযুল ঈমান থেকে অনুবাদ: মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তাঁর সঙ্গে যারা আছে, কাফিরদের উপর কঠোর, এবং পরস্পরের মধ্যে দয়াশীল

    তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين পরস্পরের মধ্যে এমন সহানুভূতিশীল একে অপরের সাথে ভালবাসা আন্তরিক ছিলেন যেমনিভাবে একজন পিতা তার সন্তানদের সাথে করে থাকে (তাফসিরে সিরাতুল জিনান, পারা: ২৬, সূরা ফাতাহ, আয়াতের ব্যাখ্যা: ২৯, /৩৮৭)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এই মোবারক স্বভাবে আমাদের জন্যও শিক্ষনীয় উপদেশ রয়েছে, আমাদেরও উচিত আমরাও যেন নিজ মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা, হিংসা বিদ্বেষ (অর্থাৎ গোপন শত্রুতা) কখনো অন্তরে যেন না রাখি, নিজেদের অন্তর পুতঃপবিত্র রাখি এবং নিজের মুসলমান ভাইদের প্রতি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালবাসা পোষণ করি হাদীসে পাকে রয়েছে: মুসলমান পরস্পর একটি দেহের ন্যায় একটি অঙ্গে ব্যথা অনূভব হলে পুরো শরীরে প্রভাবিত হয়ে থাকে (মুসলিম, ১০০১ পৃষ্ঠা, হাদীস: ২৫৮৬)

    আল্লাহ পাক আমাদেরকে পরস্পরের মাঝে ভালবাসা, একতা ভ্রাতৃত্ব এবং ভাই ভাই হয়ে মিলেমিশে স্নেহ সহানুভূতিশীল হয়ে জীবন অতিবাহিত করার তাওফিক দান করুক اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم