Book Name:Nafarmani Ka Anjam
সেদিকের কাজের কথা মনে পড়ে * রমযানুল মোবারক আগমন করলে তখন কখনো গরমের বাহানা, কখনো কাজ কর্মের চিন্তা, রোযা রাখার দিকেই মন ধাবিতও হয় না * আর কারো মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করার অবস্থা তো এমনই যে, অনেক সময় লোক জানাযার মাঠেও দাঁড়িয়ে অট্রহাসি দিতে থাকে। হায়! আমাদের হৃদয়ের এই নাজুক অবস্থা, উদাসিনতার পর্দা, অন্তরের অন্ধকারত্ব...!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের চিন্তাভাবনা করা উচিত কখন আবার এ রকম যেন না হয় যে, গুনাহের অভিশাপ আমাদের আবদ্ধ করে রাখে, আমাদের অন্তর পরিবর্তন হয়ে যায় আর আমাদের সেটার অনূভব পর্যন্ত হয় না।
ধারাবাহিক অবাধ্যতার ভয়ঙ্কর পরিণতি
হযরত মনছুর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার এক দ্বীনি ভাই ছিলো, আমাকে অনেক ভালোবাসতো, আমার দৃষ্টিতে বড় ইবাদত গুজার, তাহাজ্জুদ আদায়কারী, খোদাভীতিতে ত্রুন্দনকারী ছিলো। একদা আমার কাছে সংবাদ আসলো: আমার ঐ দ্বীনি ভাই অসুস্থ ও অনেক দূর্বল হয়ে গিয়েছে। আমি তাকে দেখার জন্য তার ঘরে গেলাম, আমি দেখলাম; সে তার ঘরে শুয়ে আছে। তার চেহারা কালো আর চোখ নীল হয়ে গেছে। আমি তাকে বললাম: হে আমার ভাই! অধিকহারে لَاۤ اِلٰهَ اِلَّا الله পাঠ করো! সে তার চোখ খুলল, অনেক কষ্টে আমার দিকে তাকালো, এরপর অজ্ঞান হয়ে গেলো, আমি পূনরায় তাকে তালকিন করলাম, এবারও সে চোখ খুললো, আমার দিকে দেখলো, এরপর চক্ষু বন্ধ করে নিলো, এখন আমি একটু কড়া ভাষায় বললাম: