Book Name:Nafarmani Ka Anjam
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বনী ইসরাইলের কতিপয় লোক সমুদ্রের কিনারায় আয়লা নামক গ্রামে থাকতো, এরা সকলেই খুবই অভিজ্ঞ ছিলো, সমুদ্র থেকে মাছ ধরতো, তা বিত্রিু করে নিজেদের জীবিকা নির্বাহ করতো, খুবই স্বাচ্ছন্দের জীবন অতিবাহিত করতো, অতঃপর প্রকৃতি তাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করেন, সুতরাং তাদের জন্য শনিবার মাছ ধরা হারাম করা হলো। (আল্লাহ পাক মালিক, তিনি তাঁর বান্দাদের যেমনটি চান নির্দেশ দিতে পারেন, কুরআন মজিদে রয়েছে:
لَا یُسۡـَٔلُ عَمَّا یَفۡعَلُ وَ ہُمۡ یُسۡـَٔلُوۡنَ
(পারা ১৭, সূরা আম্বিয়া, আয়াত ২৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: তাঁকে প্রশ্ন করা যায় না তিনি করেন এবং তাদের সবাইকে প্রশ্ন করা হবে।