Book Name:Nafarmani Ka Anjam
وَ کَمۡ اَہۡلَکۡنَا مِنَ الۡقُرُوۡنِ مِنۡۢ بَعۡدِ نُوۡحٍ ؕ وَ کَفٰی بِرَبِّکَ بِذُنُوۡبِ عِبَادِہٖ خَبِیۡرًۢا بَصِیۡرًا
(পারা: ১৫, সূরা বনী ইসরাইল, আয়াত: ১৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আমি কতো মানবগোষ্ঠীকে নূহের পরে ধ্বংস করে দিয়েছি আর আপনার প্রতিপালক নিজ বান্দাদের গুনাহসমূহের যথেষ্ট খবর রাখেন, দেখেন।
اَلله!اَلله! ঐগুলো কেমন গোত্র ছিলো! তাদেরকে দুনিয়াতে সম্মান দেয়া হয়েছিলো, শক্তি দেয়া হয়েছিলো, তারা সম্পদশালী ছিলো, তাদের মধ্যে বড় বড় শক্তিশালী দেহ সম্পন্ন ব্যক্তিরা ছিলো কিন্তু তারা অকৃতজ্ঞতা জ্ঞাপন করলো, গুনাহ করতে রইলো, নেকীর দা’ওয়াত প্রদানকারীদের কথা শুনলো না, জেদী হয়ে গেলো, গুনাহের মধ্যে নিমজ্জিত রইলো তাওবা করলো না, শেষ পর্যন্ত সর্বশক্তিমানের আযাব তাদের উপর অবতীর্ণ হলো এবং তাদের নাম নিশানাও দুনিয়া থেকে মুছে দেয়া হলো।
পূর্ববর্তী সম্প্রদারের উপর আগত আযাব সমূহ
আদ গোত্র শক্তিশালী গোত্র ছিলো, তাদের লম্বা দৈর্ঘ্য ছিলো, বড় দেহ ছিলো, এরা পাহাড় কেটে নিজেদের মহল্লা বানাতো, আল্লাহ পাক এদের ধন সম্পদ দ্বারা ধন্য করেছেন, অনেক নিয়ামত দান করেছেন কিন্তু তারা নাফরমানী করলো, আল্লাহ পাকের নবী হযরত হুদ عَلَیْہِ السَّلَام কে মিথ্যা প্রতিপন্ন করলো, কুফরের উপর অটল রইলো, গুনাহে নিমজ্জিত রইলো, জেদী হয়ে গেলো, শেষ পর্যন্ত সর্বশক্তিমান প্রতিপালকের আযাব বর্ষণ শুরু হলো, আল্লাহ পাক তাদের উপর অন্ধকারের আযাব প্রেরণ করলেন, এটি অত্যন্ত ঠান্ডা, শুকনো, কল্যাণ ও বরকত শূন্য এবং খুবই কঠিন প্রবল বাতাস সম্পন্ন অন্ধকার ছিলো, এটার তীব্রতার অবস্থা এমন ছিলো যে মানুষকে যমিন থেকে এমনভাবে নিক্ষেপ করতো যেভাবে খেজুর গাছের শুকনো ডালকে নিক্ষেপ