Book Name:Nafarmani Ka Anjam
প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ ও নাফরমানী যেটা খুবই ধ্বংসাত্মক জিনিস, মুসলমানদের দ্বিতীয় খলিফা, আমীরুল মুমিনীন হযরত ওমর ফারূকে আযম رَضِیَ
اللهُ عَنْہُ বলেন: গুনাহ যদিওবা একটি হয়, নিজের সাথে ১০টি মন্দ দিক নিয়ে আসে: (১) যে গুনাহ করে সেই আল্লাহ পাককে অসন্তুষ্ট করে (২) যে গুনাহ করে সেই ইবলিস (অর্থাৎ শয়তান) কে খুশি করে (৩) গুনাহগার ব্যক্তি জান্নাত থেকে দূরে আর
(৪) জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় (৫) গুনাহগার স্বয়ং নিজের উপর জুলুম করে থাকে (৬) গুনাহগার নিজের বাতিনকে অপবিত্র করে নেয় (৭) গুনাহগার আমল লিখক ফেরেশতাদের কষ্ট দিয়ে থাকে (৮) গুনাহগার ব্যক্তি নবী করিম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ব্যতীত করে (৯) গুনাহগার যমিন ও আসমানকে নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে থাকে (১০) গুনাহগার ব্যক্তি মানুষের সাথে খিয়ানত ও আল্লাহ পাকের নাফরমানী করে থাকে।
(আঁসু কা দরিয়া, ৪৯ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখনই সময়, আমাদের শ্বাস সচল রয়েছে, তাওবার দরজা খোলা আছে, আজ তাওবা করে নিই তা গুনাহের ক্ষমার মাধ্যম হতে পারে * আল্লাহ না করুক যদি গুনাহ করতে করতেই মালাকুল মউত عَلَیْہِ السَّلَام এসে যায় * শ্বাস বের হয়ে যায় * রূহ দেহ থেকে পৃথক হয়ে যায় * হায়! গুনাহ করতে করতে কবরে চলে গেলাম * আল্লাহ পাক ও রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের উপর নারাজ হয়ে যায় * গুনাহের জন্য পাকড়াও করলো * আমাদের এখানকার গুনাহ হিংস্র পশু হয়ে আমাদের কবরে এসে গেলো * সাপ বিচ্ছু লাশের সাথে জড়িয়ে