Book Name:Nafarmani Ka Anjam
সুন্নাত, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র নির্দেশে মাদানী চ্যানেলের অনুষ্ঠানসমূহ ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়ার এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করার জন্য “মাদানী চ্যানেল প্রচার বিভাগ” প্রতিষ্ঠা করা হয়। এই মজলিস নিজের বিভাগের সাথে সম্পৃক্ত কার্যাদির জন্য গঠন করা হয়েছে। এই মজলিসের কাজের মধ্যে দুনিয়ার সকল দেশ বিশেষকরে যেখানে মুসলমানরা বসবাস করে এবং সেটার পাশাপাশি মুর্শিদের দেশের প্রতিটি কোণায়, প্রতিটি গ্রাম, প্রতিটি ঘরে মাদানী চ্যানেল চালু করতে হবে। এই ভাবে বিভিন্ন সাধারণ জায়গাগুলোতে মাদানী চ্যানেল এবং সেটার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহ প্রচার করা, চ্যানেল সংশ্লিষ্ট বিভাগের সদস্যদের নেকীর দা’ওয়াত দেয়া, তাদেরকে যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অংশ গ্রহণ করার মানসিকতা দেয়া এবং মাদানী চ্যানেলকে বাচ্চাদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার জন্য স্কুল ইত্যাদিতে মাদানী চ্যানেলের বাচ্চাদের অনুষ্ঠান সমূহের পরিচয় করিয়ে দেয়াও এই মজলিসের দায়িত্বের অন্তর্ভূক্ত। একইভাবে দা’ওয়াতে ইসলামীর সকল যিম্মাদার ও মুবাল্লিগগণ “মাদানী চ্যানেল প্রচার বিভাগ”র সদস্য। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র দোয়া লাভের জন্য আপনিও মাদানী চ্যানেল চারিদিকে ছড়িয়ে দিতে এই মজলিসের সাথে থাকুন।
তাওবা ও ক্ষমা প্রার্থনা উত্তম জীবনের মাধ্যম
আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:
وَّ اَنِ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَیۡہِ یُمَتِّعۡکُمۡ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّ یُؤۡتِ کُلَّ ذِیۡ فَضۡلٍ فَضۡلَہٗ ؕ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ کَبِیۡرٍ (۳)
(পারা: ১১, সূরা হুদ, আয়াত: ৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর এ যে, আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি