Nafarmani Ka Anjam

Book Name:Nafarmani Ka Anjam

নিয়মিত অবাধ্যতার কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি এদের উপর আরোপিত হলো, একটি সকালে দেখা গেলো অবাধ্যদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে আর এসব অবাধ্যরা বানর হয়ে গিয়েছে

(হাশিয়া সাভী আলাল জালালাইন, পারা: , সূরা বাকারা, ৬৬ নং আয়াতের পাদটীকা, /৮০)

 

    আল্লাহ পাক এই শিক্ষনীয় ঘটনা কুরআনে করীমে এভাবে বর্ণনা করেছেন:

وَ لَقَدۡ عَلِمۡتُمُ الَّذِیۡنَ اعۡتَدَوۡا مِنۡکُمۡ فِی السَّبۡتِ فَقُلۡنَا لَہُمۡ کُوۡنُوۡا قِرَدَۃً خٰسِئِیۡنَ

(পারা: , সূরা বাকারা, আয়াত: ৬৫)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিশ্চয় নিশ্চয়, তোমাদের জানা আছে তোমাদের মধ্যকার তারাই, যারা শনিবার সীমা লঙ্ঘন করেছে অতঃপর আমি তাদের উদ্দেশ্যে বললাম, (তোমরা) বিকৃত বানর হয়ে যাও

গুনাহ আল্লাহ পাকের সাথে যুদ্ধ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আল্লাহ পাকের অবাধ্যতার কেমন ভয়ানক পরিণতি হলো, আল্লাহ পাক বনী ইসরাইলের অবাধ্যদেরকে বিচার দিবসের জন্য শাস্তির নিদর্শন বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক কুরআনে করীমে এই শিক্ষনীয় ঘটনার ব্যাপারে ইরশাদ করলেন:

فَجَعَلۡنٰہَا نَکَالًا لِّمَا بَیۡنَ یَدَیۡہَا وَ مَا خَلۡفَہَا  وَ مَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ

(পারা , সূরা বাকারা, আয়াত: ৬৬)

কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর আমি ( বস্তির) ঘটনাকে এর পূর্ব পরবর্তীদের জন্য (শিক্ষনীয়) দৃষ্টান্ত করেছি এবং খোদাভীরুদের জন্য উপদেশ (করেছি)

    জানা গেলো, এই ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে, আল্লাহ পাক কুরআনে করীমে এই ঘটনাটিকে আমাদের শিক্ষার জন্য বর্ণনা করেছেন, সুতরাং আমাদের উচিত আমরা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করি, বেশি বেশি