Book Name:Nafarmani Ka Anjam
তিলাওয়াত করলাম, কুরআন মজিদের ওসিলায় দোয়া করলাম, তাওবা করলাম, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করলাম, আল্লাহ পাক পূনরায় আমাকে ক্ষমা করে দিলেন, এবং আমার আরোগ্য নসীব হলো।
কিন্তু হায়! আমার অজ্ঞতা...!! সুস্থতার নিয়ামত পেতেই আমি পূনরায় আমার কামনা-বাসনার পিছনে পড়লাম, আমি পূনরায় গুনাহের উপত্যকায় পা রাখলাম এবং নাফরমানী করে আল্লাহ পাককে অসন্তুষ্ট করতে রইলাম। এখন তৃতীয়বার আল্লাহ পাক আমাকে ঐ রোগে পতিত করলেন, এবার আমি ঐ পদ্ধতিই অবলম্বন করলাম, আমি কুরআনে করীম নিলাম, খুললাম কিন্তু আফসোস! আমার মুখ বন্ধ করে দেয়া হলো, আমি কুরআনে করীম পড়তে চাইলাম কিন্তু একটি হরফও পড়তে পারছি না, এই অবস্থা দেখে আমি বুঝে নিলাম; আল্লাহ পাক আমার উপর খুবই অসন্তুষ্ট হয়েছেন, অতঃপর আমি আল্লাহ পাকের নিকট আরয করলাম: হে আল্লাহ পাক! কুরআনে করীমের সদকায় আমাকে আরোগ্য দান করো।
এবার আমার কাছে অদৃশ্য থেকে আওয়াজ আসলো: যখন তুমি অসুস্থ হও, তাওবা করো আর যখন সুস্থ হয়ে যাও তখন গুনাহে লিপ্ত হও। যখন কষ্টে পতিত হও, তখন কান্না করো আর যখন আরোগ্য লাভ করো তখন মন্দ ও নাফরমানীর কাজে কোমর বেঁধে নাও। তখন কতো মুসিবত ও পরীক্ষার মধ্যে পতিত হলে, আল্লাহ পাক তোমাকে তা থেকে মুক্তি দান করলেন, তারপরও তুমি গুনাহের মধ্যে ডুবে রয়েছো, তোমার কি মৃত্যুর ভয় ছিলো না...? তোমার বিবেক তো আছে, বুঝার সামর্থ্য রয়েছে, তারপরও উদাসীনতার মধ্যে পড়ে রইলে, আল্লাহ পাক তোমার উপর দয়া করলো, তুমি তাকে ভুলে গেলে, তুমি