Nafarmani Ka Anjam

Book Name:Nafarmani Ka Anjam

    আল্লাহ পাক বনী ইসরাইলের উপর শনিবার মাছ শিকার করা কেন হারাম করেছেন? এটি হলো তাঁর হিকমত, তিনি যেটা চান করেন, আমরা তো বান্দা, আমাদের চোখ বন্ধ করে আমাদের মালিক মাওলার হুকুম মানতে হবে!

    অবশ্য! আল্লাহ পাক বনী ইসরাইলদের জন্য শনিবার মাছ শিকার করা হারাম করে দিয়েছেন এখন তাদের এই পরীক্ষা হলো যে, শনিবার সমুদ্রে অনেক বেশি মাছ আসতো, এতো গুলো মাছ দেখে তাদের হৃদয় ব্যাকুল হয়ে যেতো, মন চাইতো মাছ ধরে বিক্রি করে অনেক টাকা আয় করতে কিন্তু শনিবার মাছ শিকার করা হারাম ছিলো, সুতরাং মনের আশা মনেই থেকে যেতো, কিছুদিন তারা ধৈর্যধারণ করলো আর নিজেদের ঘরের কাছেই বড় বড় করে হাউজ খনন করলো আর সমুদ্রের সাথে নালা তৈরি করে হাউজের সাথে মিলিয়ে দিলো, শনিবারে যখন মাছ বেশি হতো তখন নালার মুখ খুলে দিতো, মাছ নালা দিয়ে হাউজে এসে যেতো, পরের দিন এগুলো তারা শিকার করতো

    এটাও আল্লাহ পাকের অবাধ্যতা ছিলো, তারা শুধুমাত্র নিজেদের মনের শান্তনার জন্য এরকম করেছে, আর না হয় স্পষ্ট যে, মাছ ধরা নিষেধ ছিলো, হোক জাল দিয়ে বা হাউজের মাধ্যমে বন্দী করে, উভয় পদ্ধতিতে মাছ তো ধরাই হয়েছে

    সুতরাং তাদেরকে বুঝানো হলো, দ্বীনের প্রতি ভালোবাসা পোষণকারীগণ তাদেরকে নেকীর দাওয়াত দিলো, তারা বললো তোমরা যা করছো এটা শরয়ী পরিপন্থী, এটি শুধুমাত্র একটি কৌশল, তোমরা আল্লাহ পাকের আবাধ্যতা করছো কিন্তু তারা মানলো না, আল্লাহ পাকের অবাধ্যতা করতেই রইলো, গুনাহ ছাড়তে ও তাওবা করতে রাজি হলো না, অবশেষে তাদের