Book Name:Nafarmani Ka Anjam
তাওবা করো। তিনি তোমাদেরকে অতিউত্তম সামগ্রী উপভোগ করতে দিবেন একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত এবং প্রত্যেক মর্যাদাবানের নিকট তাঁর অনুগ্রহ পৌঁছাবেন। আর যদি মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য মহাদিবসে শাস্তির আশঙ্কা করছি।
তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: এই আয়াতে বলা হয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লোকদেরকে নির্দেশ দিয়েছেন: হে লোকেরা! নিজেদের অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আর ভবিষ্যতে গুনাহ করা থেকে তাওবা করো! যে নিজের গুনাহ থেকে দৃঢ় তাওবা করলো আর একনিষ্টতার সাথে নিজ প্রতিপালকের ইবাদতকারী হয়ে গেলো তবে আল্লাহ পাক তাকে অধিক রিযিক ও আরাম আয়েশের প্রশস্তা দান করবেন এবং সে নিরাপদ ও প্রশান্তিমূলক জীবন অতিবাহিত করবে, তার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আর যে তাওবা করবে না, কুফর ও গুনাহের উপর অটল থাকবে সে আতঙ্কগ্রস্থ জীবন অতিবাহিত করবে, রোগে আক্রান্ত থাকবে এবং তাকে আল্লাহ পাকের অসন্তুষ্টতার সম্মুখীনও হতে হবে, যদিওবা দুনিয়াতে তার স্বাদও মিলে যায়, তারপরও ঐ আরাম আয়েশে কোন কল্যাণ নেই যেটার পর জাহান্নাম রয়েছে।
(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ১১, সূরা হুদ, ৩ নং আয়াতের পাদটীকা ৪/৩৯৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক অনেক ক্ষমাশীল, দয়ালু। যতই গুনাহ হোক না কেন, বান্দা আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করে তো, নিজের গুনাহের কথা স্বীকার করে, দয়ালু মালিক ও মাওলার দরবারে অবনত হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাওবা কবুল করেন এবং ক্ষমা দ্বারা ধন্য করেন। পারা: ২৪, সূরা যুমার, আয়াত: ৫৩ তে ইরশাদ করেন: