Nafarmani Ka Anjam

Book Name:Nafarmani Ka Anjam

অবাধ্যদের উপর আল্লাহ পাকের অভিশাপ

    হযরত ওয়াহাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতে বর্ণিত, আল্লাহ পাক বনী ইসরাইলের আম্বিয়ায়াগণের মধ্য হতে কোন নবী عَلَیْہِ السَّلَام নিকট অহী প্রেরণ করলেন: বান্দা যখন আমার আনুগত্য করে তখন আমি তার উপর সন্তুষ্ট হয়ে যায় আর যখন আমি তার উপর সন্তুষ্ট হয়ে যায় তখন তাকে বরকত দান করি যখন বান্দা আমার অবাধ্যতা হয় তখন আমি তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর যখন আমি তার উপর অসন্তুষ্ট করে যায় তখন তার উপর অভিশাপ বর্ষণ করি আর আমার অভিশাপ তার প্রজন্ম পর্যন্ত পৌঁছে থাকে (জাহান্নাম মে লে জানে ওয়ালে আমাল, /৬৪)

কতো সম্প্রদায় ছিলো যাদের ধ্বংস করে দেয়া হয়েছে...!!

    হায়! * যারা আল্লাহ পাকের নাফরমানী করে * গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে আর নিজেদের গুনাহসমূহকে ভালো দেখানোর জন্য বিভিন্ন ধরনের বাহানা বানিয়ে থাকে * সুদকে মুনাফা (profit) বলে * নির্লজ্জতাকে আধুনিকতার নাম দেয় * বেপর্দাকে ফ্যাশন (Fashion) নাম দেয়, এরকম নির্বোধ একটু তো চিন্তা করো; কার অবাধ্য হচ্ছো...! আজ মনগড়া কথা বলে, মুখ চালিয়ে, গুনাহের নাম পরিবর্তন করে, প্রকাশ্যে হৃদয়কে কৌশল মূলক শব্দ বলে মন্দ কাজকে মানুষের দৃষ্টিতে ভালো তো করে নিচ্ছ তোমাদের কি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে না? একটু ভাবুন তো! যেই সর্বশক্তিমান মহাপরাক্রমশালীর নাফরমানী করছেন, তিনি কি তা দেখছেন না? আমল লিখক ফেরেশতাগণ কি আমাদের আমলসমূহ লিখছে না? যদি তাই হয় তাহলে এসব মন ভুলানো কথা বলে কি লাভ? গুনাহ তো গুনাহই গুনাহের পরিণাম সর্বদা ভয়ঙ্কর হয়ে থাকে আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন: