Book Name:Nafarmani Ka Anjam
গেলো * কবরের দেয়াল গুলো একটা অপরটার সাথে মিলে গেলো তখন ঐ অন্ধকার কবরে, একাকী আমি ভয়ঙ্কর পরিবেশে কোথায় যাবো? সাহায্যের জন্য কাকে ডাকবো?
এজন্য আজই সময়, উত্তম হচ্ছে এটিই বরং এখনই সত্যিকারের তাওবা করে নিন, গুনাহ ছেড়ে দিন আর দৃঢ় নিয়্যত করে নিন যে * এখন থেকে কখনো আর গুনাহ করবো না * এখন থেকে আমাদের আর কোন নামায কাযা হবে না * রমযানুল মোবারকের রোযাও পরিপূর্ণ রাখবো * যাকাত ফরয হলে তাও সম্পূর্ণ আদায় করবো * চেহারায় সুন্নাতে মুস্তফা বরং সুন্নাতে আম্বিয়া অর্থাৎ দাঁড়ি শরীফও পুরো একমুষ্ঠি সাজিয়ে নিবো * সিনেমা নাটক দেখা, গান বাজনা শুনার পরিবর্তে মাদানী চ্যানেলের ইলমে দ্বীন দ্বারা পরিপূর্ণ অনুষ্ঠান দেখবো * নাত শুনবো * তিলাওয়াত করবো ও শুনবো। اِنْ شَآءَاَللهُ الْکَرِیْم
اَلْحَمْدُ لله! যখন থেকে মাদানী চ্যানেল আসলো, ঘরে ঘরে মাদানী বাহার এসে গেলো। ১০০% এই ইসলামী চ্যানেলের মাধ্যমে ঘরে বসে ইলমে দ্বীন শিখা অনেক সহজ হয়ে গিয়েছে। এই বিষয়টিও ১০০% সঠিক যে, এটি একটি পরিপূর্ণ ইসলামীক চ্যানেল, কেননা এটাতে মিউজিক নেই, اَلْحَمْدُ لله! মাদানী চ্যানেল হলো ঐ চ্যানেল যেটাকে যখনই চালু করবেন তখন কিছু না কিছু ইলমে দ্বীন শিখতে পারবেন। কখনো তিলাওয়াতে কুরআন বা কখনো আল্লাহ পাকের হামদ, কখনো নাত শরীফ আবার কখনো সুন্নাতে ভরা বয়ান, কখনো বাচ্চাদের ইসলামী প্রশিক্ষণ আবার কখনো রূহানী চিকিৎসা, মোটকথা মাদানী চ্যানেল সমাজের সংশোধনে বড় একটি ভূমিকা রাখছে। আমীরে আহলে