Nafarmani Ka Anjam

Book Name:Nafarmani Ka Anjam

নেকী করি এবং আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবাধ্যতা থেকে সব সময় দূরে থাকিকেননা আল্লাহ পাক রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অবাধ্যতা দুনিয়া পরকালের অপমান লাঞ্চণার কারণ হযরত ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: হে আদম সন্তান! তোমার ধ্বংস হোক! তুমি কি আল্লাহ পাকের সাথে যুদ্ধ করতে চাও? যে আল্লাহ পাকের নাফরমানী করলো (মূলত) সে আল্লাহ পাকের সাথে যুদ্ধ করলো (উয়ুনুল হিকায়াত, / ৫২)

 

অবাধ্যতা অভিশাপ বর্ষণের কারণ

    পারা , সূরা মায়িদা, আয়াত ৭৮ আল্লাহ পাক ইরশাদ করেন:

لُعِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَ عِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّ کَانُوۡا یَعۡتَدُوۡنَ

(পারা , সূরা মায়িদা, আয়াত: ৭৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: অভিশপ্ত হয়েছিলো ঐসব লোক, যারা কুফরী করেছিলো, বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে, দাউদ এবং মরিয়ম-তনয় ঈসার ভাষায় এটা পরিণাম তাদের অবাধ্যতা সীমালঙ্গনের

    এই আয়াতে মোবারকার মধ্যে বলা হয়েছে বনী ইসরাঈলের অধিবাসীরা অবাধ্যতা করেছে, ঐসব লোক গুনাহের ক্ষেত্রে সীমা লঙ্গল করেছে, আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে তখন হযরত দাউদ হযরত ঈসা عَلَیْہِمَا السَّلَام তাদের উপর অভিশাপ দেন সুতরাং ঐসব লোক আযাবে গ্রেফতার হলো বুঝা গেলো! আল্লাহ পাকের অবাধ্যতা অভিশাপ বর্ষণের কারণ