Book Name:Nafarmani Ka Anjam
বর্ষিত হয় তখন কে বাদশাহ আর কে ফকির কারো মধ্যে কোন পার্থক্য থাকে না, কে শক্তিশালী আর কে দূর্বল, যখন আল্লাহ পাকের আযাব বর্ষণ হয় তখন ধন সম্পদ কিছুই কাজে আসে না, তাজ ও সিংহাসন অকেজো হয়ে যায় আর শক্তি ও ক্ষমতার চুরমার হয়ে যায়।
কিন্তু আফসোস! আমরা লোকেরা ভয় করিনা, কবর ও আখিরাতের চিন্তাভাবনা করিনা, শয়তানের ফাঁদের মধ্যে ফেঁসে গিয়েছি, দুনিয়ার পিছনে পড়ে আছি, মনের কামনা বাসনার মোহে পড়ে আল্লাহ পাকের অবাধ্যতায় পড়ে আছি আর আল্লাহ পাকের আযাবকে দা’ওয়াত দিয়ে থাকি। হায়! যদি আমরা পূর্ববর্তী সম্প্রদায়ের ভয়ানক পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতাম, হায়! যদি আমরা আমাদের প্রতিপালকের কাছে অবনত হয়ে যেতাম, অবাধ্যতা থেকে দূরে থাকতাম, হায়! যদি আমাদের সত্যিকারের তাওবার সামর্থ্য নসীব হয়ে যেতো এবং আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা ও তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র আনুগত্যশীল উম্মত হয়ে যেতাম।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের অনুগ্রহ, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দয়া যে আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র সদকায় তাঁর উম্মতদের অপদস্ত করেন না, আমরা গুনাহও করি অথচ পূর্ববর্তী সম্প্রদায়ের ন্যায় আমাদের উপর একত্রে আযাব আসে না, আমাদের চেহারা বিকৃত হয়ে যায় না, এই উম্মতকে পূর্ববর্তী উম্মতের মতো বানর ও শূকর বানিয়ে দেয়া হয় না। কিন্তু মনে রাখবেন! আল্লাহ পাকের অবাধ্যতার পরিণাম তো অবশ্যই প্রকাশ পায়। ওলামায়ে কেরামগণ বলেন: পূর্ববর্তী উম্মতের আযাব শারীরিক ব্যাধি ও অঙ্গবিকৃতি ছিলো