Book Name:Nafarmani Ka Anjam
করুন! যে আল্লাহ পাকের নাফরমানী করে, সে তার প্রতিপালকের নিকট কি রকম মর্যাদাহীন হয়ে যায়। কুবরুসে বসবাসকারীরা কেমন মর্যাদাবান ও সম্মানী ছিলো, তারা আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, নিজ প্রতিপালকের নাফরমানী করলো তখন তাদের এই অবস্থা হলো (যে আজ তাদের পরাজয় হলো আর এরা অপদস্ত ও লাঞ্চিত হলো)।
(যুহদিল আহমদ বিন হাম্বল, ১৮২ পৃষ্ঠা, হাদীস: ৭৬৪)
সম্মান শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্যের মধ্যেই রয়েছে
প্রিয় ইসলামী ভাইয়েরা! বুঝাগেলো; সম্মান শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে রয়েছে, যে আল্লাহ পাকের অকৃতজ্ঞতা জ্ঞাপন করে করে, সে অপদস্ত ও লাঞ্চিত হয়ে থাকে। সকল মুসলমানের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا একবার হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ কে উপদেশমূলক চিঠি লিখলেন, তাতে বলেন: নিশ্চয় বান্দা আল্লাহ পাকের নাফরমানী করে থাকে, সেটার শাস্তির মধ্যে ঐ ব্যক্তির প্রশংসাকারী লোকেরাই তার দুর্নাম করতে থাকে।
(যুহদিল আহমদ বিন হাম্বল, ২১১ পৃষ্ঠা, হাদীস: ৯১৯)
হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন বান্দা নেকী করে তখন এই নেকী তার অন্তরে নুর ও শরীরে শক্তিতে পরিণত হয় আর যখন বান্দা গুনাহ করে তখন এই গুনাহটি তার অন্তরে অন্ধকার টেনে আনে আর শরীরকে দূর্বল করে দেয়। (মাওসুআতে ইমাম ইবনে আবিদ দুনিয়া, ৩/৪২৪, হাদীস: ১৯৭)
আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
ظَہَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَہُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ
(পারা: ২১, সূরা রোম, আয়াত: ৪১)