Nafarmani Ka Anjam

Book Name:Nafarmani Ka Anjam

করুন! যে আল্লাহ পাকের নাফরমানী করে, সে তার প্রতিপালকের নিকট কি রকম মর্যাদাহীন হয়ে যায় কুবরুসে বসবাসকারীরা কেমন মর্যাদাবান সম্মানী ছিলো, তারা আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, নিজ প্রতিপালকের নাফরমানী করলো তখন তাদের এই অবস্থা হলো (যে আজ তাদের পরাজয় হলো আর এরা অপদস্ত লাঞ্চিত হলো)

(যুহদিল আহমদ বিন হাম্বল, ১৮২ পৃষ্ঠা, হাদীস: ৭৬৪)

সম্মান শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্যের মধ্যেই রয়েছে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বুঝাগেলো; সম্মান শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে রয়েছে, যে আল্লাহ পাকের অকৃতজ্ঞতা জ্ঞাপন করে করে, সে অপদস্ত লাঞ্চিত হয়ে থাকে সকল মুসলমানের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا একবার হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ কে উপদেশমূলক চিঠি লিখলেন, তাতে বলেন: নিশ্চয় বান্দা আল্লাহ পাকের নাফরমানী করে থাকে, সেটার শাস্তির মধ্যে ব্যক্তির প্রশংসাকারী লোকেরাই তার দুর্নাম করতে থাকে

(যুহদিল আহমদ বিন হাম্বল, ২১১ পৃষ্ঠা, হাদীস: ৯১৯)

গুনাহ শরীরকে দূর্বল করে দেয়

    হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন বান্দা নেকী করে তখন এই নেকী তার অন্তরে নুর শরীরে শক্তিতে পরিণত হয় আর যখন বান্দা গুনাহ করে তখন এই গুনাহটি তার অন্তরে অন্ধকার টেনে আনে আর শরীরকে দূর্বল করে দেয় (মাওসুআতে ইমাম ইবনে আবিদ দুনিয়া, /৪২৪, হাদীস: ১৯৭)

নাফরমানী বিপদ আপদের কারণ

    আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

ظَہَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَہُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ

(পারা: ২১, সূরা রোম, আয়াত: ৪১)