Nafarmani Ka Anjam

Book Name:Nafarmani Ka Anjam

রোযা রাখেন, তিলাওয়াতও করে কিন্তু গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে, লুকিয়ে লুকিয়ে, নির্জনে আল্লাহ পাকের নাফরমানী করে, তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন

    হায়! একটু চিন্তা করুন! যদি এভাবে গুনাহ করতে করতে কবরে চলে যায়, আল্লাহ না করুক যদি গুনাহের মধ্যে গ্রেফতার হয়ে যায়, হায়! যদি আযাবের মধ্যে নিক্ষেপ করা হয়, যদি সাঁপ বিচ্ছু কাফন ফেটে আমাদের শরীর খেয়ে ফেলে, কবরের দেয়ালগুলো একটা অপরটার সাথে লেগে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে একটি অপরটির সাথে মিলে যায় তখন আমাদের কি অবস্থা হবে? হায়! আজ আমরা সামান্য ব্যথাও সহ্য করতে পারি না, যদি কবরে ফেরেশতারা হাতুড়ি দিয়ে প্রহার করা শুরু করে দেয় তাহলে কোথায় যাবো, এরকম ভয়ানক কষ্ট আমরা কিভাবে সহ্য করবো? একটু ঠান্ডা মাথায় নাফরমানীর এই ভয়ঙ্কর পরিণতির কথা তো চিন্তা করুন! একটু হলেও তো ভাবুন! কবরের আযাবের কথা চিন্তা করতেই কি হৃদয় কেঁপে উঠছে না? কলিজা কি মুখে চলে আসছে না? আসছে, ভয়ে হৃদয় প্রকম্পিত হচ্ছে এখন আপনিই ফয়সালা করুন: গুনাহ ছেড়ে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে লেগে যাওয়াটা সহজ নাকি কবরে এসব আযাবে পতিত হওয়াটা সহজ? নিশ্চিত যে আমাদের মধ্যে কেউ কবর পরকালের আযাব সহ্য করতে পারবে না সুতরাং মুক্তি এটাতেই রয়েছে: আমরা আজই তাওবা করে নিব, এখনই সময়, এখনো আমরা এই দুনিয়াতেই রয়েছি, নিঃশ্বাস চলমান রয়েছে, আল্লাহ পাক আমাদের সুযোগ দান করেছেন, তাওবার দরজা খোলা আছে, সুতরাং আমাদের উচিত আমরা আজই গুনাহ থেকে সত্যিকারের তাওবা করে নেয়া এবং আল্লাহ পাকের নাফরমানী ছেড়ে আল্লাহ পাক রাসূলে পাক (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) সন্তুষ্টিমূলক কাজের মধ্যে লেগে যাওয়া