Book Name:Parosi ki Ahmiyat

হবে আল্লাহ পাক সবাইকে প্রতিবেশী বরং সকল মুসলমানের হক আদায় করার তৌফিক দান করুন আমিন আসুন! হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করি:

আল্লাহ পাক ও রাসূলের প্রিয়ভাজন হওয়ার ৩টি কাজ

    সাহাবিয়ে রাসূল হযরত আব্দুর রহমান رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অযু করলেন তখন সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ রাসূলের প্রেমে বিভোর হয়ে হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অযুর অবশিষ্ট পানি তাবারুক স্বরুপ নিজেদের শরীরের উপর মালিশ করতে লাগলোনবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামকে رَضِیَ اللهُ عَنْہُمْ ইরশাদ করলেন: তোমাদেরকে কোন জিনিস এর প্রতি উৎসাহিত করছে (অর্থাৎ তোমরা আমার অযুর অবশিষ্ট পানি শরীরে কেন মালিশ করছো)? সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ আরয করলেন: আল্লাহ পাক তার রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসায় (অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আমাদের প্রিয়, আমাদের অন্তরের প্রশান্তি, যে পানি আপনার শরীর থেকে স্পর্শিত হয় সেগুলো আমাদের পছন্দনীয়, একারণে আমরা পানি শরীরের মধ্যে মালিশ করি) সাহাবায়ে কিরামের رَضِیَ اللهُ عَنْہُمْ  উত্তর শুনে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার এটা পছন্দ হয় যে আল্লাহ পাক প্রিয় রাসূলকে ভালোবাসবে বা আল্লাহ রাসূল তাকে ভালোবাসবে তাহলে () সেই যখন কথা বলবে তখন সত্য বলবে () যখন তাকে আমানত দেয়া হয় তখন সে তা রক্ষা করবে আর
(
) নিজের প্রতিবেশীর সাথে উত্তম প্রতিবেশী হয়ে থাকবে

(শুয়াবুল ঈমান, ২য় খন্ড, ২০১ পৃষ্ঠা হাদীস: ১৫৩৩)

    হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: উদ্দেশ্য হলো; আমাদের অযুর অবশিষ্ট পানি তাবরুক স্বরুপ ব্যবহার করা নিষেধ কিংবা অনর্থক নয় নিঃসন্দেহে এটা থেকে বরকত অর্জন হয় কিন্তু আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসার জন্য কেবল এই আমল যথেষ্ট নয়, আল্লাহ পাক ও রাসূলে পাকের ভালবাসার জন্য তাঁর অনুগত্য ও অনুসরণও জরুরী। মুফতি সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: এই ৩টি কাজ (১) সর্বদা সত্য বলা (২) আমানত আদায় করা এবং (৩) প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা এই তিনটা কাজ লেনদেন বিশুদ্ধতার মূল, এই কারণে হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই ৩টির আলোচনা করেছেন।