Book Name:Parosi ki Ahmiyat

কেমন? * গ্যাস * পানি *۞ বিদ্যুৎ আছে কি নেই? অবশ্যই এগুলোও দেখা উচিত, নিজের সুবিধা অনুযায়ী প্ল্যট বা ঘর ক্রয় করা উচিত কিন্তু তার পাশা পাশি প্রতিবেশীও দেখা উচিত যে, যেখানে আমরা ঘর ক্রয় করছি সেটা কি ভালো, নেক   বিশেষ করে আশিকানে রাসূলের মহল্লা কি না? * সেখানকার লোকেরা কি ইয়া রাসূলাল্লাহ বলা ব্যক্তি * পবিত্র আহলে বাইত সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ এর সম্মান করে * সেখানে আল্লাহর ওলীদের ভালবাসে কি না? যদি এমন হয় তাহলে অলি গলি কাঁচা হোক না কেন তারপরও ভালো যে, اَلْحَمْدُ لِلّٰه ঈমান তো পাঁকা আছে আর যদি এমন না হয় * অর্থাৎ যেখানে ঘর ক্রয় করবেন সেখানে বসবাসকারীরা আশিকানে রাসূল নয়
* আহলে বাইত সাহাবাগণ رَضِیَ اللهُ عَنْہُمْ এর বেআদব * আওলিয়াগণের প্রতি বিদ্ধেষ পোষন কারি, তখন তো গলি চায় পাকা হোক, নিস্কাশন (Sewerage) ব্যবস্থাও যদি ১০০% সঠিক থাকে, গ্যাস, পানি, বিদ্যুৎ এমনকি দুনিয়ার প্রতিটি সুযোগ-সুবিধা সেখানে বিদ্যমান থাকে তারপরও এমন জায়গায় ঘর নেওয়া মারাত্মক ক্ষতির বিষয়, কেননা সংস্পর্শ রঙ নিয়ে আসে, সুতরাং এমন জায়গায় ঘর নেয়া ঈমানের জন্য ক্ষতি রয়েছে, এ্ই জন্য যখনি প্ল্যট বা ঘর ইত্যাদি ক্রয় করার প্রয়োজন হয় তখন হাদীসে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর আমল করতে গিয়ে প্রথমে প্রতিবেশী দেখবেন অতঃপর অবশিষ্ট সুযোগ-সুবিধা! আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন আমিন

    হে আশিকানে রাসূল! এখানে আরেকটি সুক্ষ্ম বিষয়ের প্রতি লক্ষ্য করুন! যেভাবে অন্য কেউ আমাদের প্রতিবেশী অনুরূপ আমারাও তাদের প্রতিবেশী, এই জন্য আমাদের উচিত, আমরা জন্য ভালো প্রতিবেশী হয়ে যায়, নিজের প্রতিবেশীদের খেয়াল রাখবেন, তাদের সেবাযত্ন করবেন, প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করবেনআর কষ্ট দেওয়া থেকে বাঁচার জন যথাসাধ্য চেষ্টা করবেন

৯ জন ব্যক্তির সাথে উত্তম আচরণের নির্দেশ

    আল্লাহ পাক পারা , সূরা নিসা আয়াত: ৩৬ ইরশাদ করেন: