Book Name:Parosi ki Ahmiyat

(Desktop version) এর মধ্যে ছিলো, এখন ওয়েব ভার্সন (Web version) এর মধ্যে (Live) করে দেয়া হয়েছে আল মদীনা অনলাইন লাইব্রেরী মাকতাবাতুল মদীনার বিভিন্ন বিষয়ে (যেমন কুরআন সুন্নাত, আক্বিদায়ে ইসলাম, ফিকহ ফতোওয়া, ইসলামী শিক্ষা, চরিত্র আদব, রাসূলের জীবনি, উম্মাহাতুল মুমিনীনগণের জীবনি, সাহাবা মহিলা সাহাবীগণের জীবনি, আউলিয়াগণের জীবনি, আমীরে আহলে সুন্নাতের জীবনী, মলফুযাতে আমীরে আহলে সুন্নাত ফয়যানে মদীনা মুযাকারা এবং ওযীফা নাত প্রভৃতি) সম্বলিত কিতাব পুস্তিকা বিদ্যমান রয়েছে আল মদীনা লাইব্রেরী থেকে উপকৃত হওয়ার জন্য দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট: www.dawateislami.net/bookslibrary ভিজিট করুন এবং অন্যকেও উৎসাহিত করুন

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষের দিকে নিতে গিয়ে সুন্নাতের ফযীলত কিছু জীবনের আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِي فَقَدْ اَحَبَّنِي وَمَنْ اَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে (মিশকাত, ১ম খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস: ১৭৫)

প্রতিবেশী সম্পর্কে সুক্ষ্ম বিষয়

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষের দিকে নিতে গিয়ে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা কিয়ামতের পরীক্ষা থেকে প্রতিবেশীর কিছু বিষয় শুনার সৌভাগ্য অর্জন করছি

    প্রথমে হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন: (১) নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাকের নিকট সর্বোত্তম প্রতিবেশী হলো সেই, যে নিজের প্রতিবেশীর কল্যাণকামী হয়ে থাকে। (তিরমিযী, ৩/ ৩৭৯ পৃষ্ঠা, হাদীস: ১৯৫১) (২) ইরশাদ করেন: যে নিজের প্রতিবেশীকে কষ্ট দিলো সে আমাকে কষ্ট দিলো আর যে আমাকে কষ্ট দিলো সে আল্লাহ পাককে কষ্ট দিলো। (আত তারগীব ওয়াত তারহীব , ৩য় খন্ড ২৪১ পৃষ্ঠা হাদীস: ৩৩৮৯) * “নুযহাতুল ক্বারী” এর মধ্যে রয়েছে: প্রতিবেশী কারা, এটি প্রত্যেক ব্যক্তি নিজ প্রচলন ও