Book Name:Parosi ki Ahmiyat

জাহেলী যুগের লোকদের তিনটি ভালো স্বভাব

    সুলতানুল মুফাস্‌সীরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: জাহিলী যুগের লোকদের মধ্যে তিনটি ভালো স্বভাব ছিলো, সেই স্বভাবগুলো গ্রহণ করাটা মুসলমানগণ বেশি হকদার: () যখন তাদের কাছে মেহমান আসতো তখন তারা মেহমানদারী করার জন্য খুব চেষ্টা করতো (অর্থাৎ যতটুকু সম্ভব ভালোভাবে মেহমানদারী করার চেষ্টা করতো) () কারো স্ত্রী বৃদ্ধা হয়ে গেলে তারা তাকে তালাক দিতো না বরং নিজের সাথে রেখে দিতো যেনো বেচারী অসহায় হয়ে না যায় () যদি তাদের প্রতিবেশীর কাছে ঋণের বোঝা এসে যেতো কিংবা প্রতিবেশী কোন মুসিবতে পড়ে যেতো তখন প্রতিবেশীকে ঋণ থেকে মুক্তি বা মুসিবত থেকে মুক্তির করার জন্য পরিপূর্ণ চেষ্টা করতো (তাম্বিহুল গাফেলীন, ৭৭ পৃষ্ঠা)

    হে আশিকানে রাসূল! এগুলো যুগের লোকদের অভ্যাস যে যুগকে আজও জাহিলিয়তের যুগ বলা হয় আর আফসোসের বিষয় হচ্ছে যে, আমাদের নিকট কতিপয় নির্বোধ প্রতিবেশীকে আল্লাহর পানাহ! চাপিয়ে দেয়ার চেষ্টা করে, প্রতিবেশীর সাথে হিংসা করে, তাদের সফলতা, উন্নতির কারণে জ্বলে নিজের বুক জ্বালাতে থাকে আফসোস! ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে আমাদের সমাজ প্রতিবেশীর বিষয়ে হয়তো জাহিলিয়তের লোকদের থেকেও অনেক পিছনে চলে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হিদায়ত নসিব করুন হায়! আমরা মুসলমান আমাদের নবী হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রদত্ত শিক্ষাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিতাম, হায়! আমরা ইলমে দ্বীন শিখে, তার উপর সম্পূর্ণ আমল করার চেষ্টাকারী হয়ে যেতাম তাহলে اِنْ شَآءَ الله! সমাজে নিরাপদ শান্তি, ঐক্য সমঝোতা আর ভ্রাতৃত্বের প্রভাব এসে যেতো এবং আল্লাহ পাকের শপথ! আমাদের সমাজ সঠিক উন্নতির রাস্তার উপর দৌড়াতে থাকতো, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন

প্রতিবেশীর খবর রাখুন!

    হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ঐ ব্যক্তি মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত হয়ে আহার করে আর তার সামনে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। (শুয়াবুল ঈমান, ৭ খন্ড, ৭৬ পৃষ্ঠা, হাদীস: