Book Name:Parosi ki Ahmiyat

গলিতে ময়লাও হয়ে যায় পথচারীদের কষ্ট হয় এভাবে আরো অনেক বিষয় রয়েছে যে, লোকেরা নিজের জন্য সে জিনিস পছন্দ করে না কিন্তু প্রতিবেশীকে তার মধ্যে জড়িয়ে ফেলে হায়! আমরা বুঝতে পারলাম যে, প্রতিবেশীর বিষয়টা কতটা স্পর্শকাতর

তুমি আমাদের সাথে বসো না...!

    একবার আমার আপনার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আজ আমাদের সাথে ব্যক্তি বসবেনা যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এক ব্যক্তি আরয করলেন: আমি আমার প্রতিবেশীর দেওয়ালের নিচে প্রস্রাব করে ছিলাম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আজ তুমি আমাদের সাথে বসো না...!

(মুজামুল আউসাত, ৬ষ্ঠ খন্ড, ৪৮১ পৃষ্ঠা, হাদীস: ৯৪৭৯)

    আল্লাহ!আল্লাহ! ঐসব লোকেরা যারা প্রতিবেশীকে কষ্ট দেয় আর এর কোন পরোওয়া করে না, তারা একটু চিন্তা করুন..! ব্যক্তি যে প্রতিবেশীর হকের ব্যাপারে অসতর্কতার সাথে কাজ সম্পন্ন করেছে রহমত হয়ে আগত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে নিজের পাশে বসাটা পছন্দ করেননি হায়! কিয়ামতের দিন যখন কেউ আমাদের অবস্থা জিজ্ঞাসাকারী থাকবে না, মা একমাত্র সন্তানকে ছেড়ে দিবে, বাবা সন্তান থেকে দূরে পালাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে, বন্ধু-বান্ধব অত্মীয় স্বজন একটি নেকীর জন্য আস্তিন ধরে রাখবে সেই সময় আমরা গুনাহগারের কাছে কেবল একটিমাত্র উপায় থাকবে, হ্যাঁ! হ্যাঁ! সেই সময় কেবল মাত্র শাফায়াতকারী আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হবেন, যিনি গুনাহগার উম্মতের শাফাআতের চাদরে আবৃত করে রাখবেন, তিনি ব্যতিত আমাদের অবস্থা কে জিজ্ঞাসা করবেন...?

    হায়! যেসব লোক প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি কিয়ামতের দিন শাফায়াতকারী নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের মুখ ফিরিয়ে নেয়, নিজের রহমতের আচলে যদি আবৃত না করে তাহলে একটু চিন্তা করুন আমাদের কি অবস্থা হবে..

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ দুনিয়াতে প্রতিবেশীর হক পূরণ করা সহজ, আল্লাহ না করুক কিয়ামতের দিন বঞ্চিত লোকদের সম্মুখিন হতে হয় তাহলে কঠিন ক্ষতিগ্রস্থ