Book Name:Parosi ki Ahmiyat

اَتَدْرُوْنَ مَا حَقُّ الْجَارِوَالَّذِیۡ نَفْسِیْ بِیَدِہٖ مَا یَبْلُغُ حَقَّ الْجَارِ اِلَّا قَلِیْلاً مِّمَّن رَّحِمَ اللهُ অর্থাৎ প্রতিবেশীর হক কি জানো? সত্তার শপথ! যার কুদরতি হাতে আমার প্রাণ! প্রতিবেশীর হক কেবল সেই আদায় করতে পারবে যার উপর আল্লাহ পাক দয়া করবেন

(শুয়াবুল ঈমান, খন্ড, ৮৩ পৃষ্ঠা, হাদীস: ৯৫৬০)

প্রতিবেশী তিন প্রকার

    নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: প্রতিবেশী তিন প্রকার: () এক হলো সেই, যার তিনটি হক রয়েছে () দ্বিতীয় হলো সেই যার দুটি হক রয়েছে () আর তৃতীয় হলো সেই, যার কেবল একটি হক রয়েছে অতঃপর ব্যক্তি যে তোমাদের প্রতিবেশীও, আত্মীয়ও মুসলমানও, তার তিনটি হক রয়েছে (একটি হক প্রতিবেশী হওয়ার, আরেকটি হলো আত্মীয় হওয়ার আর অপরটি হলো মুসলমান হওয়ার) এবং ব্যক্তি যিনি তোমাদের প্রতিবেশীও এবং মুসলমানও (কিন্তু আত্মীয় নয়) তার দুটি হক (একটি হলো প্রতিবেশীর হক আরেকটি হলো মুসলমানের হক) আর ব্যক্তি যিনি প্রতিবেশীতো বটেই তবে মুসলমান নয় তার কেবল একটি হক (প্রতিবেশীর হক)

(শুয়াবুল ঈমান, খন্ড, ৮৪ পৃষ্ঠা, হাদীস: ৯৫৬০

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! আমাদের প্রিয় ইসলাম কত সুন্দর, প্রতিবেশী যদি অমুসলিম হয় তখন ইসলামে তারও হক রেখেছে, মনে রাখবেন!অমুসলিমের সংস্পর্শ থেকে বেঁচে থাকতে হবে, তবে যদি অমুসলিম আমাদের প্রতিবেশী হয় তাহলে তার হক আদায় করতে হবে

বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রদীপ

    হযরত বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একজন প্রতিবেশী অমুসলিম ছিলো, একবার সে কোথায় সফরে চলে গেলো, তার সন্তান-সন্তুতি ঘরেই ছিলো, যখন রাত হলো তখন হযরত বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অমুসলিম প্রতিবেশীর ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসলো, বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খবর নিলেন বাচ্চারা কি জন্য কান্না করছে, জানতে পারলেন: প্রতিবেশীর ঘরে প্রদীপ নেই, বাচ্চারা অন্ধকারে ভয় পাচ্ছে, এই কারণে কান্না করছে। হযরত বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাড়াতাড়ি একটি প্রদীপে তেল দিলেন আর অমুসলিমের ঘরে পাঠিয়ে দিলেন, অতঃপর যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী