Book Name:Parosi ki Ahmiyat

সফর থেকে ফিরে আসলো না, বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতিদিন প্রদীপে ভালোভাবে তেল দিয়ে প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতেন যখন সেই অমুসলিম প্রতিবেশী সফর থেকে ফিরে আসলো তখন তার স্ত্রী হযরত বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উত্তম আচরণের সকল ঘটনা শুনালো সেই অমুসলিম বললো: যে ঘরে বায়েজিদ বোস্তামির رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রদীপ এসে গিয়েছে সেখানে অন্ধকার কেন থাকবে? এটা বলে সেই ঘরের সকলে মুসলমান হয়ে গেলো

(মিরআতুল মানাজি, খন্ড, ৫৭৩ পৃষ্ঠা)

    আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিবেশী, আত্মীয়, মা-বাবা, ভাই বোন ইত্যাদির হক আদায় করা, তাদের খবরাখবর রাখা এবং তাদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন

নেক আমল নম্বর ২২ এর উৎসাহ:

    হে আশিকানে রাসূল! প্রতিবেশী অন্যান্য লোকদের হক শিখা, তার উপর আমলের উৎসাহ পেতে, নেককার হওয়া এবং কবর আখিরাতের প্রস্তুতির মানসিকতার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অগ্রসর হয়ে অংশগ্রহণ করুন! ৭২টি নেক আমল এর উপর আমল আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলাতে সফর করুন! اِنْ شَآءَ الله! এর অগণিত বরকত সৌভাগ্য হবে শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাতের প্রদত্ত ৭২টি নেক আমলেএর মধ্যে ২২ নম্বর নেক আমলে এটা রয়েছে যে, আপনি কি আজ আপনার ঘরের জানালা দিয়ে (বিনা প্রয়োজনে) বাইরে এমনকি অন্য কারো দরজা ইত্যাদি দিয়ে তাদের ঘরের ভিতর উঁকি দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করেছেন? এটা নেক আমলও প্রতিবেশীর হকের নিরাপত্তার দায়িত্ব আর এর উপর আমল করার বরকতে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো

আল মদীনা অনলাইন লাইব্রেরী

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর মজলিস I.T (আই. টি) দিনের পর দিন আমাদেরকে ইলমে দ্বীন শিখার সহজ উপকরণের ব্যবস্থা করতে সদা ব্যস্ত। অসংখ্য কিতাব সম্বলিত আল মদীনা অনলাইন লাইব্রেরী যেটা পূর্বে কেবল ডেস্কটপ ভার্সন