Book Name:Parosi ki Ahmiyat

ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি কিভাবে বুঝতে পারবো যে, আমি ভালো করছি নাকি মন্দ করছি (অর্থাৎ আমার সব কাজই ভালো মনে হয় কিন্তু আসলে ভালো কাজ মন্দ কাজের আলামত কি)? নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন তুমি তোমার প্রতিবেশীকে এটা বলতে শুনবে যে, তুমি ভালো করেছো তাহলে আসলে তুমি আসলেই ভালো করেছো আর যখন তুমি প্রতিবেশীকে বলতে শুনবে যে তুমি মন্দ করেছো তাহলে আসলেই তুমি মন্দ করেছো (ইবনে মাজা, ৬৮৫, হাদীস: ৪২২২)

    اللهُ اَکْبَر! হে আশিকানে রাসূল! একটু প্রতিবেশীর গুরুত্ব অনুমান করুন! আসলেই প্রতিবেশী আমাদের কর্মকান্ডের সাক্ষী, লোকেরা বাজারে আমাদেরকে হাজী সাহেব বলে সালাম করে, লোকেরা মাহফিলে আমাদের হাত চুম্বন করে, সম্মান করে, চোখের উপর মাথা রাখলে সেটা আমাদের ভালো হওয়ার দলিল নয়, আমরা ভালো নাকি মন্দ এর ফয়সালা আমাদের প্রতিবেশীর মুখই করবে, তাই আমাদের প্রতিবেশী আমাদের চরিত্রিক সনদ (Character Certificate) কিন্তু আফসোস! এখন মানুষ প্রতিবেশীকেই বেশি সাধারণ মনে করে, বেশির ভাগ মানুষ বাহিরে তো সামলিয়ে নেয়, উঠা বসা, চলা ফেরা ইত্যাদিতে সতর্কতা অবলম্বন করে কিন্তু প্রতিবেশীর ব্যাপারে অনেক উদাসীন হয়ে যায়, বেশিরভাগ দেখা গেছে যে অধিক ঝগড়া বিবাদ প্রতিবেশীর সাথেই হয়ে থাকে, ঘরের মহিলারা বাচ্চার কারণে প্রতিবেশীর সাথে ঝগড়ায় জড়িত হয়ে যায়, অতঃপর সেটার ভিত্তিতে পুরুষেরাও ঝগড়া শুরু করে দেয় আর না জানি কথা কোথায় থেকে কোথায় গিয়ে পৌছে আল্লাহ পাক আমাদের সবাইকে ঝগড়া থেকে রক্ষা করুন আমিন

কিয়ামতের দিন প্রথম হিসাব

    হযরত উকবা বিন আমের رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন প্রথম ঝগড়াকারী দুজন প্রতিবেশী থাকবে (মুজামুল কাবির, খন্ড, ১৪৮ পৃষ্ঠা, ১৪২৫২) অর্থাৎ কিয়ামতের দিন সর্ব প্রথম প্রতিবেশির ঝগড়া মীমাংশা করা হবে, এরপর অন্যদেরমনে রাখবেন!ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাযের হিসাব নেওয়া হবে, লেনদেনের ক্ষেত্রে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকারী হবে আর হক আদায়ের ব্যাপারে সর্বপ্রথম প্রতিবেশির হকের হিসাব নেওয়া হবে

(মিরাতুল মানাজিহ, খন্ড, ৭৭ পৃঃ)