Book Name:Parosi ki Ahmiyat

ফিরিয়ে নেয় মোট কথা যদি আমরা আসলেই সুন্দর আচরণ দ্বারা কাজ সম্পন্ন করি তাহলে এমন হতে পারে না যে সামনের ব্যক্তি এরপরও আমাদের বিরুদ্ধেই থাকবে

    ঠিক আছে! উদাহরন স্বরূপ যদি আসলেই প্রতিবেশী অনেক বেশি মনুষ্যত্বহীন হয় আমাদের প্রকৃত উত্তম আচরণকে কোনভাবে আমলেই না নেয় তখনও ধৈর্য ধৈর্যই ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণই করতে থাকবে ইমাম আবুল লাইস সমরকন্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: এক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো এবং সেই তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিওনা আর সে কষ্ট দিলে ধৈর্যধারণ করতে থাকো, মুত্যু তোমাদের মাঝে পৃথক করার জন্য যথেষ্ট

(তাম্বিহুল গাফেলীন, ৭৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চারটি উপদেশ

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ হলেন প্রসিদ্ধ সাহাবীয়ে রাসূল, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ কে ৪টি উপদেশ দিলেন ইরশাদ করলেন: یَا اَبَا هُرَیْرَۃَ হে আবু হুরাইরা..! () کُنْ وَرِعًا تَکُنْ اَعْبَدَ النّاسِ পরহেজগার হয়ে যাও! লোকদের মধ্যে  সবচেয়ে বেশি ইবাদত পরায়ণ হয়ে যাও () وَ اَحِبْ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِکَ تَکُن مُؤْمِناً মুমিন লোকদের জন্য সেটাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে () وَ اَحْسِنْ مُجَاوَرَۃَ مَنْ جَاوَرَکَ تَکُنْ مُسْلِمًا আর নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো (নিরাপত্ত দানকারী) মুসলমান হয়ে যাবে () وَ اَقِلِ الضَّحِکَ আর হে আবু হুরাইরা! হাসি কমিয়ে দাও وَ فَاِنَّ کَثْرَۃَ الضَّحِکِ یُمِیْتُ الْقَلْبَ নিঃসন্দেহে বেশি হাসা অন্তরকে মৃত করে দেয়

(জামিউস সগীর, ৩৯৯ পৃষ্ঠা হাদীস: ৬৪২২)

প্রতিবেশী আমাদের কর্মকান্ডের সাক্ষী

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা অতীব জরুরী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এক ব্যক্তি নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলেন: