Book Name:Parosi ki Ahmiyat

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: مَاءَھَا অর্থাৎ কেবল পানিই বাড়িয়ে দাও যদিও ঘি মসলা বাড়াতে না পারো

(মিরআতুল মানাজি, খন্ড, ১২১)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসে পাক থেকে আমাদের আরেকটি শিক্ষা অর্জিত হয় সেটা হলো প্রতিবেশীর ঘরে উপহার পাঠানোর জন্য কোন নির্দিষ্ট সময় নেই, আমাদের এখানে সাধারণত ঈদ, শবে বরাত, শবে কদর, ইত্যাদির সময় প্রতিবেশীর কাছে খাবার, হালুয়া পূরী ইত্যাদি জিনিস পাঠানো হয় কিন্তু সাধারণ দিনে প্রতিবেশীর কথা কম স্বরণ করি, নিঃসন্দেহে ঈদ, শবে বরাত, অন্যান্য গুরুত্বপূর্ণ দিনেও অবশ্যই পাঠাবে, এর পাশাপাশি সাধারণ দিনেও পাঠালে اِنْ شَآءَ الله এর বরকতে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে 

প্রতিবেশীর কতিপয় হকের বর্ণনা

     হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমরা কি জানো প্রতিবেশীর হক কি? অতঃপর ইরশাদ করলেন: * যদি তারা তোমার কাছ থেকে সাহায্য চায়, তাহলে তার সাহায্য করো * যদি তোমার কাছ থেকে ঋণ চায়, তবে ঋণ দাও * যদি সেই অভাবি হয় তাহলে তার প্রয়োজনীয়তা পূরণ করো * যদি অসুস্থ হয়ে যায় তার সেবা করো * যদি সেই মৃত্যু বরণ করে তবে তার জানাযাতে অংশ গ্রহণ করো * যদি তার কোন সফলতা আসে, তাহলে তাকে অভিনন্দন জানাও * যদি মুসিবতে পড়ে তাহলে সমবেদনা জানাও * তার অনুমতি ছাড়া তার ঘর থেকে উঁচু ঘর তৈরী করো না যাতে তার কাছে বাতাস না পৌঁছে। * প্রতিবেশীকে কষ্ট দিও না * যদি তুমি কোন ফল ক্রয় করো তাহলে তা থেকে প্রতিবেশীকেও কিছু পাঠিয়ে দাও * যদি এটা করতে না পারো তাহলে গোপনে নিয়ে যাও আর নিজ সন্তানদেরও সেই ফল ঘর থেকে বাহিরে আনতে দিবে না, কারণ প্রতিবেশীর বাচ্চাদের সেই ফলের কারণে দুঃখ হবে * তোমাদের পাত্রের সুগন্ধি দ্বারাও প্রতিবেশীকে কষ্ট দিও না তবে এটা যে, কিছু তরকারী তাকেও পাঠিয়ে দাও। এতটুকু বলার পর প্রিয় নবী হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: অর্থাৎ