Book Name:Parosi ki Ahmiyat

সে ঈমানদার ব্যক্তি হতে পারে না যে...

    একবার আল্লাহ পাকের সর্বশেষ নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিন বার আল্লাহ পাকের শপথ করে ইরশাদ করেন: وَاللهِ لَایُؤْمِنُ আল্লাহ পাকের শপথ! সেই মুমিন হতে পারে নাوَاللهِ لَایُؤْمِنُ আল্লাহ পাকের শপথ! সেই মুমিন হতে পারে না وَاللهِ لَایُؤْمِنُ আল্লাহ পাকের শপথ! সেই মুমিন হতে পারে না সাহাবায়ে কিরামগণ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কে মুমিন হতে পারে না? ইরশাদ করলেন: اَلَّذِیْ لَا یَاْمَنُ جَارُہٗ بَوَائِقَہٗ সে যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়

(বুখারী, কিতাবুল আদব, ১৫০০ পৃষ্ঠা, হাদীস: ৬০১৬)

প্রতিবেশীকে কষ্টদানকারী ইবাদত পরায়ণ মহিলা

    ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীসে পাক বর্ণনা করেন: একবার আল্লাহ পাকের প্রিয় নবী সর্বশেষ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে আরয করলেন: অমুক মহিলা সারা রাত ইবাদত করে, দিনে রোযা রাখে, অনেক নেককার, দান সদকা করে কিন্তু তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لَا خَیْرَ فِیْہا তার মাঝে কোন কল্যাণ নেই هِیَ مِنْ اَهْلِ النَّارِ সেই জাহান্নামীদের অন্তর্ভুক্ত, সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان অন্য এক মহিলার আলোচনা করে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! অমুক মহিলা ফরয নামায পড়ে পনির সদকা করে আর কাউকে কষ্ট দেয় না ইরশাদ করলেন: هِیَ مِنْ اَهْلِ الْجَنَّۃِ সেই জান্নাতী মহিলা

(আল আদাবুল মুফরদ, ৪৮ পৃষ্ঠা, হাদীস: ১১৯)

    হে আশিকানে রাসূল! আজ এই হাদীসে পাকের উপর বার বার চিন্তা করা প্রয়োজন...! একটু চিন্তা করুন তো ! যারা নিজের প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কি রকম ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু আফসোস! আমাদের এখানে এই কথার খেয়ালই করা হয় না * লোকেরা নিজেদের ঘরের ময়লা আবর্জনা উঠিয়ে প্রতিবেশীর দরজায় ফেলে * ঘরে সময় অসময় চিৎকার চেচামেছি করে * উচ্চ বাক্য করে  আর এ কথার ভ্রক্ষেপও করে না যে, আমার উচ্চ বাক্য দ্বারা প্রতিবেশীর কষ্ট হতে পারে। * কারো বিয়ে অনুষ্ঠান হলে তখন তো লোক বা প্রতিবেশীর ঘুম হারাম হয়ে যায়, একতো গান বাজনার গুনাহ, তার