Book Name:Parosi ki Ahmiyat

    اللهُ اَکْبَرনেককার লোকদের ওসিলায় প্রার্থনা কৃত দোয়া কবুল হয়ে গেলো, সেই প্রতিবন্ধী শিশু কন্যাটি এখনো দোয়া থেকে অবসরও হয়নি তার কষ্ট দূর হয়ে গেলো আর সেই নিজের পায়ে উঠে দাঁড়িয়ে গেলো

(হেকায়ত আউর নসিহত, ৪৫৭ পৃষ্ঠা)

    হে আশিকানে রাসূল! এই শিক্ষণীয় ঘটনায় আশুরার (অর্থাৎ ১০ই মুহাররম) রাতের গুরুত্বের বর্ণনা রয়েছে আর এটাও রয়েছে যে, যারা আশুরার রাতের আল্লাহ পাকের যিকির করে এবং রাত নেকীতে অতিবাহিত করে আল্লাহ পাকের দয়ায় তাঁর কৃপায় তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষন হয়ে থাকে আল্লাহ পাক আমাদেরকেও ১০ই মুহাররম বরং প্রতিটি রাতেই নেকীতে অতিবাহিত করার তৈফিক দান করুন আমিন

নেককার প্রতিবেশী পাওয়া সৌভাগ্যের বিষয়

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আর এই ঘটনার দিকটাও লক্ষ্য করুন, নেককার প্রতিবেশীর কেমন বরকত রয়েছে নিঃসন্দেহে প্রতিবেশী নেককার ছিলো, নেক আমলকারী, আল্লাহ পাকের যিকিরের মাহফিল সাজানো ব্যক্তি আশেকে রাসূল ছিলো, সেই জন্য তো সেই শিশু কন্যাটির নিকট আশুরার বরকত বুঝে আসলো আর সে আল্লাহ পাকের দরবারে  দোয়া করার কারণে আরোগ্য লাভ করলো নিঃসন্দেহে নেককার প্রতিবেশী পাওয়াও অনেক বড় নেয়ামত, আমাদের প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: () প্রশস্ত ঘর () নেককার প্রতিবেশী আর () উত্তম বাহন ( তিনটি জিনিসও) মুসলমানের জন্য সৌভাগ্য

(জামে সগীর, ২০৮ পৃষ্ঠা, হাদীস: ৩৪৬০)

প্রথমে প্রতিবেশী, তারপর ঘর

    একটি হাদীসে পাকে রয়েছে; আল্লাহ পাকের সর্বশেষ নবী, হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِلْتَمِسُوا الْجَارَ قَبْلَ الدَّارِ অর্থাৎ ঘর ক্রয় করার পূর্বে প্রতিবেশী তালাশ করো..! (জামে সগীর, ৯৮ পৃষ্ঠা, হাদীস: ১৫৬৫)

    سُبْحٰنَ الله কেমন সুন্দর উপদেশ! * আমাদের এখানে সাধারণত যখন ঘর ক্রয় করতে হয় বা বসবাসের জন্য প্ল্যট ক্রয় করতে হয় তখন লোকেরা অবস্থানের স্থান (Location) দেখে থাকে * গলি কেমন? * পানি নিস্কাসনের (Sewerage) ব্যবস্থা