Book Name:Parosi ki Ahmiyat

৯৫৩৬)  মিরাতুল মানাজিহ এর মধ্যে এই হাদিসে পাকের ব্যাপারে রয়েছে: যে বান্দার প্রতিবেশি ক্ষুধার্ত থাকে, যদি তার প্রতিবেশির ক্ষুধার্ত অভাবী থাকার বিষয়টি সে জানে তাহলে তো এটা খুবই অমানবিক (যে, সে জানে তার প্রতিবেশি অভাবী তা সত্ত্বেও সে তাকে সাহায্য করে না)আর যদি তার প্রতিবেশির ব্যাপারে খবরই না থাকে তাহলে এটা খুবই বেপরোয়া আচরণমুমিনের উচিত নিজের প্রিয়ভাজন, নিকট-আত্নীয়, প্রতিবেশি, মহল্লাবাসিদের অবস্থা সম্পর্কে খবরাখবর  রাখা, যদি কারো অভাবের খবর সম্পর্কে জানা যায় তাহলে তার অভাব পূরণ করাটাকে গনিমত জানুন

(মিরাতুল মানাজিহ, ৬ষ্ট খন্ড, পৃ:৫৭৬-৫৭৭)

 

গ্লোবাল ভিলেজ (Global Village) আর আমরা

    হে আশিকানে রাসূল! এটাও আমাদের সমাজের একটি চলমান সমস্যা, আজ-কাল আন্তর্জাতিক পর্যায়ে দুনিয়াকে Global Village (অর্থাৎ আন্তর্জাতিক গ্রাম) তৈরী করার চর্চা চলছে, এর জন্য চেষ্টাও চলছে, সম্ভবত এই উদ্দেশ্যে স্মার্ট ফোনও আবিস্কার করা হয়েছে, ইন্টারনেট আবিস্কার হয়েছে, মানুষ দুনিয়ার এক প্রান্তে বসে কয়েক মিনিটে দুনিয়ার অন্য প্রান্তের খবর জানতে পারে, সেখানকার লোকদের সাথে কথা-বার্তা বলতে পারে, এগুলো সব আমাদের চোখের দেখার কথা কিন্তু আফসোস! দুনিয়ার Global Village (গ্লোবাল ভিলেজ) বানানোর চক্করে পড়ে আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভূলে গেছি, গলি মহল্লাকে ভূলে গিয়েছি অনেক সময় একেবারে কাছে থাকা প্রতিবেশীরও খবর থাকে না বরং এখনতো এই অবস্থা যে, এক ঘরে বসবাসকারীদের অনেক সময় একে অপরের খবর থাকে না, ব্যস নিজ নিজ কক্ষে আপন আপন ভিন্ন দুনিয়ায় ব্যস্ত, ঘরে কি হচ্ছে, মায়ের শরীর কেমন? পিতার অবস্থা কি? বুঝাই যায় না, অকৃতজ্ঞ সন্তান পাশে বসা তো দূরের কথা কয়েক মুহুর্তের জন্য দাঁড়িয়ে অবস্থাদি জিজ্ঞাসা করারও আগ্রহ প্রকাশ দেখায় না, ব্যস একটি মাত্র দৌড় লেগে আছে আর সবাই নিজ দুনিয়ায় দৌড়ের উপর চলছে এটাই হলো Global Village (গ্লোবাল ভিলেজ)...!!

    আসুন! ইসলামের আলোকময় শিক্ষার দিকে! اَلْحَـمْـدُ لِلّٰهِ ইসলাম ঐ পবিত্র ধর্ম, যেটা মানুষকে মানুষের সাথে সংযুক্ত করেছে, অন্তরকে মিলিয়েছে, মুসলমান পুরুষের উপর পাঁচ